স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৩০ কোটির মাইলফলক ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪.৮৯ লক্ষ টিকাকরণ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬৯
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ৪২ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি
জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৬.৬১ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৯১ শতাংশ, লাগাতার ১৭ দিন এই হার ৫ শতাংশের নীচে
Posted On:
24 JUN 2021 3:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুন, ২০২১
ভারতের মোট টিকাকরণ বুধবার ৩০ কোটি ছাড়িয়ে যাওয়ায় সাফল্যের এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী ৩০ কোটি ১৬ লক্ষ ২৬ হাজার ২৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪ লক্ষ ৮৯ হাজার ৫৯৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নলিখিত :
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,০১,৫৮,৯১৫
৭১,৩২,৮৮৮
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,৭৩,০৩,৬৫৮
৯১,৮৫,১০৬
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৭,০৬,৬২,৬৬৫
১৫,০২,০৭৮
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৮,৩৯,৩৮,৬৮৩
১,৩৩,৫১,৪৮৮
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৬,৬১,৬১,০০৪
২,২২,২৯,৫৪৩
|
মোট
|
|
৩০,১৬,২৬,০২৮
|
সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্যায়ের সূচনা হয়েছে গত ২১ জুন। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন, ৫৪ হাজার ৬৯ জন। এদিকে দেশে লাগাতার ১৭ দিন দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিরন্তর ও সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। আজ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭। আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ১৬ হাজার ১৩৭টি কমেছে, যা দেশে মোট আক্রান্তের ২.০৮ শতাংশ।
কোভিড-১৯ সংক্রমণ থেকে ক্রমাগত সুস্থ হয়ে ওঠার ফলে দেশে দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ৪২ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৮১৬টি বেশি।
মহামারীর শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যার মধ্যে এখনও পর্যন্ত আরোগ্যলাভ করেছেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। একইভাবে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮৮৫ জন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৬১ শতাংশ, যা লাগাতার বাড়ছে।
দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৫৯ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, দেশে সামগ্রিকভাবে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ কোটি ৭৮ লক্ষ ৩২ হাজার ৬৬৭।
দেশে একদিকে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, জাতীয় স্তরে সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত কমছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৩.০৪ শতাংশ। অন্যদিকে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৯১ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার ১৭ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1730011)
Visitor Counter : 229