প্রধানমন্ত্রীরদপ্তর
অলিম্পিক দিবস উপলক্ষ্যে সমস্ত ভারতীয় অলিম্পিয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
23 JUN 2021 3:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩শে জুন, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অলিম্পিক দিবস উপলক্ষ্যে জানিয়েছেন, যারা বছরের পর বছর ধরে বিভিন্ন অলিম্পিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তাদের জন্য দেশ গর্ব অনুভব করে। তিনি টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় প্রতিনিধিদলকে শুভেচ্ছাও জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“আজ অলিম্পিক দিবসে বছরের পর বছর ধরে বিভিন্ন অলিম্পিকে ভারতে হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানের জন্য দেশবাসী গর্বিত এবং তাদের অনবদ্য প্রয়াস অন্যান্য ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে।
কয়েক সপ্তাহের মধ্যে @টোকিও ২০২০ অলিম্পিক শুরু হচ্ছে। আমাদের সেরা সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিযোগিতায় যোগ দিতে MyGov –এ একটি আকর্ষণীয় ক্যুইজের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সকলকে, বিশেষত আমার তরুণ বন্ধুদের এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি ”।
MyGov ক্যুইজে অংশ নেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://quiz.mygov.in/quiz/road-to-tokyo-2020/
CG/SS/SFS
(रिलीज़ आईडी: 1729705)
आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English