সংস্কৃতিমন্ত্রক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ‘যোগ, এক ভারতীয় ঐতিহ্য’ শীর্ষক বিষয় ভাবনাকে সামনে রেখে দেশব্যাপী ৭৫টি ঐতিহ্যবাহী স্থানে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
Posted On:
21 JUN 2021 9:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুন, ২০২১
সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল মন্ত্রকের অন্যান্য আধিকারিকের সঙ্গে আজ দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণে যোগাভ্যাসে অংশ নেন। এই যোগাভ্যাসে উপস্থিত ছিলেন যোগ চর্চা অনুরাগী ও যোগ ক্ষেত্রে বিশেষজ্ঞ গণ। কেন্দ্রীয় মন্ত্রী ‘আজাদিকা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে ‘যোগ, এক ভারতীয় ঐতিহ্য’ শীর্ষক প্রচার অভিযানের সূচনা করেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানে মন্ত্রকের সকলক প্রতিষ্ঠান/সংস্থার সক্রিয় অংশগ্রহণের সাহায্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে অতিমারী পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি স্থানে যোগ চর্চার জন্য অংশগ্রহণকারীর সংখ্যা ২০-র মধ্যে সীমাবদ্ধ ছিল। যোগাভ্যাসের আগে কেন্দ্রীয় মন্ত্রী এদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি, গোয়ার মুখ্যমন্ত্রী, লাক্ষ্মাদ্বীপে সাংসদ এদিনের অনুষ্ঠানে যোগ দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, যোগাভ্যাস হলো দেশের মহান ঐতিহ্য। বিশ্বব্যাপী যোগ চর্চাকে প্রধানমন্ত্রী যেভাবে তুলে ধরেছেন তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রীর প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি। এর ফলস্বরূপ সমগ্র বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হচ্ছে। এই যোগ চর্চাকে দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। স্বাস্থ্যকর জীবন এবং সুখী ভবিষ্যৎ গড়ে তুলতে যুব সম্প্রদায়কে যোগাভ্যাসের আহ্বান জানান তিনি। শ্রী প্যাটেল বলেন, সমগ্র বিশ্ব আজ এম যোগ অ্যাপ পেয়েছে। এই অ্যাপে যোগ প্রশিক্ষণের ওপর বিভিন্ন ভাষায় একাধিক ভিডিও রয়েছে। তিনি বলেন, এই অ্যাপ বিশ্বের সাধারণ মানুষকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবন গড়ে তুলতে সাহায্য করবে।
CG/SS/SKD
(Release ID: 1729216)
Visitor Counter : 263