সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় করোনা টিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী “জান হ্যায়, তো জাঁহান হ্যায়” কর্মসূচির সূচনা করেছেন

Posted On: 21 JUN 2021 9:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ জুন, ২০২১

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি আজ দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় করোনা টিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী “জান হ্যায়, তো জাঁহান হ্যায়” কর্মসূচির সূচনা করেছেন এবং এই চলতি টিকাকরণ অভিযান সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও আশঙ্কা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ‘চূর্ণ ও দমন’ প্রচারাভিযানের শুরু করেছেন।
উত্তরপ্রদেশের রামপুরের চামুরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এই অভিযান শুরু করে শ্রী নাকভি জানান, টিকা নেওয়ার প্রতি দ্বিধা মানেই করোনাকে আমন্ত্রণ জানানো।
শ্রী নাকভি বলেন, বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ দেশের কয়েকটি অঞ্চলে করোনা টিকা সম্পর্কে গুজব ও আশঙ্কা ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। তারা মানুষের স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের শত্রু। মন্ত্রী বলেন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সহ বিভিন্ন সামাজিক শিক্ষামূলক প্রতিষ্ঠান, এনজিও এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠী করোনা টিকা সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক শিক্ষামূলক সাংস্কৃতিক, চিকিৎসা, বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা মানুষকে টিকা নেওয়ার জন্য কার্যকরি বার্তা প্রদান করছেন। এমনকি পথ নাটিকারও আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, ভারতের তৈরি দুটি করোনা টিকাই কার্যকর। এটি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল। এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারেই নিরাপদ ও কর্যকরি অস্ত্র। তিনি বলেন, প্রত্যেক যোগ্য ব্যক্তিরই করোনা অতিমারী থেকে ভারতকে মুক্ত করতে টিকা গ্রহণ করা উচিত। শ্রী নাকভি জানান, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ‘নাই রোশনি’ প্রকল্পের আওতায় রাজ্য হজ কমিটি, ওয়াকফ বোর্ড, কেন্দ্রীয় ওয়াকফ পর্ষদ, মৌলানা আজাদ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে এই সচেতনতামূলক প্রচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংস্থাগুলি করোনা অতিমারী মোকাবিলায় সাধারণ মানুষকে টিকা গ্রহণের জন্য উৎসাহিত করবে। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সহ একাধিক ব্যক্তিত্ব করোনা টিকা সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য কার্যকরি বার্তা দিয়েছেন এবং আবেদন রেখেছেন। করোনা টিকা সম্পর্কে সচেতন করে তোলার জন্য বিশিষ্ট ব্যক্তিদের ভিডিও বার্তাগুলি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে তুলে ধরা হয়েছে। শ্রী নাকভি জনান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভারতে বিশ্বের বৃহত্তম করোনা টিকা অভিযান পরিচালনা করছে। দেশে এখনও পর্যন্ত কয়েকটি কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা টিকাদানের হার যথেষ্টই বেশি। শ্রী নাকভি বলেন, সংকল্প ও আত্মসংযমের মধ্য দিয়েই করোনাকে পরাজিত করা সম্ভব। এক্ষেত্রে সরকার ও সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই দেশ সঙ্কট থেকে মুক্তিলাভ করবে।

CG/SS/SKD



(Release ID: 1729214) Visitor Counter : 169


Read this release in: English