বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ভারতের ২০২১এর তথ্য প্রযুক্তির নিয়মাবলীর বিষয়ে মানবাধিকার পর্ষদের বিশেষ শাখা যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশন তার উত্তর দিয়েছে

Posted On: 20 JUN 2021 7:15PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ জুন, ২০২১

ভারতের ২০২১ সালের ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড)রুলস-এর বিষয়ে জেনেভায় রাষ্ট্রসংঘ ভারতের স্থায়ী মিশন যে উত্তর দিয়েছে সেটি হল :
মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে বিশেষ রেপুরটিয়ার ১১ই জুন ভারতের ২০২১ সালের তথ্যপ্রযুক্তি নিয়মাবলী বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে তার জবাবে জেনেভায় রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলির জন্য ভারতের স্থায়ী মিশন জানিয়েছে ২০১৮ সালে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং তথ্য সম্প্রচার মন্ত্রক ব্যক্তি বিশেষ, সুশীল সমাজ, শিল্প সংগঠনগুলির কাছ থেকে এই নিয়মাবলীর খসড়ার জন্য মতামত চেয়ে পাঠিয়েছিল। এরপর বিভিন্ন মতামতের ওপর ভিত্তি করে আন্তঃমন্ত্রী গোষ্ঠী একটি খসড়া প্রস্তুত করে। ভারতের স্থায়ী মিশন আরও জানিয়েছে ভারতের গণতান্ত্রিক পরিবেশ বিশ্বজুড়ে সর্বজন বিদিত। ভারতীয় সংবিধানে বাক ও মতামত জানানোর স্বাধীনতা রয়েছে। দেশের গণতান্ত্রিক কাঠামোয় স্বাধীন বিচার ব্যবস্থা ও মুক্তমনা সংবাদ মাধ্যম রয়েছে।রাষ্ট্র সংঘের মানবাধিকার কমিশনের বিশেষ দায়িত্বপ্রাপ্তকে ভারতের স্থায়ী মিশন মুখবন্ধ খামের তথ্যগুলি পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে। মানবাধিকার পরিষদের বিশেষ শাখাকে মিশন আশ্বস্ত করে জানিয়েছে তারা বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে সবথেকে গুরুত্ব দিয়ে থাকে। ২০২১ সালে তথ্যপ্রযুক্তি সম্পর্কিত নিয়মাবলী দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1728738

CG/CB /NS


(Release ID: 1728839) Visitor Counter : 297


Read this release in: English