বিদ্যুৎমন্ত্রক

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সংক্রান্ত দু-দিনের শীর্ষ সম্মেলন ভারত আয়োজন করতে চলেছে

Posted On: 20 JUN 2021 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ জুন, ২০২১

ভারত, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সংক্রান্ত দু-দিনের সম্মেলন আয়োজন করতে চলেছে। ২২শে জুন এই সম্মেলন শুরু হবে। অনলাইনের মাধ্যমে আয়োজিত সম্মেলনে দু-দিন ধরে পরিবেশ বান্ধব হাইড্রজেন জ্বালানী বিষয়ে সদস্য রাষ্ট্রগুলি কি কি উদ্যোগ নিয়েছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কি রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, ভারতের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান౼ এনটিপিসি লিমিটেড এই সম্মেলনের আয়োজন করেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির নীতি নির্ধারক ও জ্বালানী নীতি পরিকল্পনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা হাইড্রোজেন জ্বালানীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
প্রথম দিন সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা হাইড্রোজেনের ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের উদ্যোগের কথা জানাবেন। হাইড্রোজেনের সাহায্যে যে প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে সেগুলি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
দ্বিতীয় দিনে হাইড্রোজেনকে জ্বালানী নীতিকে কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে প্যানেল আলোচনা করা হবে। এই আলোচনায় পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী ব্যবহারের জন্য যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও আর্থিক সাহায্যের প্রয়োজন সে বিষয়ে বিস্তারিতভাবে কথা হবে।
সারা বিশ্ব কার্বন বিহীন জ্বালানী ব্যবহারে উৎসাহ প্রকাশ করছে। হাইড্রোজেন পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবেশ বান্ধব হাইড্রোজেন কার্বন নিঃসরণ ঘটাবে না। এর ফলে পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগে হাইড্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রযুক্তি, দক্ষতা, আর্থিক দিক থেকে সুফল পাওয়া এবং এর ব্যবহার বাড়ানোর বিষয় নিয়ে উদ্ভুত সমস্যাগুলির সমাধানের জন্য এই সম্মেলনে আলোচনা করা হবে। পরিবেশ বান্ধব রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া ও মিথানলকে সার, বিদ্যুৎ ক্ষেত্র, জাহাজ চলাচল ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ইস্পাত এবং সিমেন্টের মতো শিল্পে হাইড্রোজেন জ্বালানীর ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। পৃথিবীতে অনেক দেশে হাইড্রোজেন জ্বালানী ব্যবহারের জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে।

CG/CB /NS



(Release ID: 1728837) Visitor Counter : 201


Read this release in: English