স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ৮১ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের নিচে নেমেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৪১৯

ভারতের সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা নেমে হয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩
সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৬.২৭ শতাংশ
দৈনিক আক্রান্তের হার পুনরায় কমে ৩.২২ শতাংশ, লাগাতার ১৩ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে

Posted On: 20 JUN 2021 7:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জুন, ২০২১

 
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫৮ হাজার ৪১৯। উল্লেখযোগ্যভাবে ৮১ দিন পর যা ৬০ হাজারের নিচে হয়েছে। এর ফলে, লাগাতার ১৩ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য মিলেছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০,৭৭৬ টি কমেছে, যা মোট আক্রান্তের কেবল ২.৪৪ শতাংশ।
ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা গত ৩৮ দিন দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশ কিছুটা বেশি রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এমনকি, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা ২৯,২০০টি বেশি।
অতিমারির সূচনার সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ০০৯ জন সুস্থ হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৮৭ হাজার ৬১৯ জন। এর ফলে, সার্বিক সুস্থতার হার লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ৯৬.২৭ শতাংশে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ১১ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ০৮৩। দেশে একদিকে নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৩.৪৩ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার কমে আজ হয়েছে ৩.২২ শতাংশ। এর ফলে, দৈনিক আক্রান্তের হার লাগাতার ১৩ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।
দেশব্যাপী টিকাকরণ অভিযানে আজ পর্যন্ত ২৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৮ লক্ষ ১০ হাজার ৫৫৪ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
এর মধ্যে ১ কোটি ১ লক্ষ ১৯ হাজার ২৪১ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭০ লক্ষ ৬৫ হাজার ৮৮৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭১ লক্ষ ০৮ হাজার ৫৯৩ জন কর্মী প্রথম ডোজ এবং ৯০ লক্ষ ৩২ হাজার ৮১৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫ কোটি ৪২ লক্ষ ২১ হাজার ১১০ জন প্রথম ডোজ এবং ১২ লক্ষ ২৭ হাজার ০৮৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৬০ বছর বয়সী ৭ কোটি ৯৮ লক্ষ ১৬ হাজার ৫৫৯ জন প্রথম ডোজ এবং ১ কোটি ২৬ লক্ষ ৫৪ হাজার ১১৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৪৪ লক্ষ ২১ হাজার ৫৮৩ জন প্রথম ডোজ এবং ২ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৫৭৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1728830) Visitor Counter : 220


Read this release in: English