স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 15 JUN 2021 1:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ই জুন, ২০২১

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ৯,১৩,৩৭৮ ।
গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০,৪৭১জন , যা ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮২ লক্ষ ৮০হাজার ৪শো ৭০।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১,১৭,৫২৫ জন।
পর পর ৩৩ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।
কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৫.৬৪%।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ৪.৩৯%।
পরপর ৮ দিন দৈনিক সংক্রমিতের হার ৫%র কম౼আজ এই হার ৩.৪৫%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৮.১৩ কোটি।
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২৫ কোটি ৯০ লক্ষ টিকা দেওয়া হয়েছে।

CG/CB


(रिलीज़ आईडी: 1727180) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English