সারওরসায়নমন্ত্রক

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে অতিরিক্ত ১ লক্ষ ৬ হাজার ৩০০টি অ্যাম্ফোটেরিসিন-বি ভায়াল বরাদ্দ করা হয়েছে – শ্রী ডি ভি সদানন্দ গৌড়া

ইতিমধ্যেই কনভেনশোনাল অ্যাম্ফোটেরিসিন-বি এর ৫৩ হাজার ভায়াল সরবরাহ করা হয়েছে

Posted On: 14 JUN 2021 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুন, ২০২১

কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া আজ ট্যুইটে জানিয়েছেন, লিপসোম্যাল অ্যাম্ফোটেরিসিন-বি ওষুধের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির জন্য ১ লক্ষ ৬ হাজার ৩০০টি ভায়াল বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সহ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিকে ৫৩ হাজার কনভেনশোনাল অ্যাম্ফোটেরিসিন-বি ওষুধের ভায়াল সরবরাহ করা হয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে এবং রোগীদের চিকিৎসায় সময় মতো ওষুধের যোগান সুনিশ্চিত করতে কনভেনশোনাল অ্যাম্ফোটেরিসিন-বি ওষুধ সরবরাহ করা হচ্ছে।

CG/BD/SB


(Release ID: 1726960) Visitor Counter : 170


Read this release in: English