ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়

ভারতের জন্য অক্সিজেন প্রকল্প

Posted On: 13 JUN 2021 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৩ জুন, ২০২১

কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসার অক্সিজেনের চাহিদা লক্ষ্য করা গেছে। বর্তমান এই চাহিদা মেটাতে এবং ভবিষ্যতে পর্যাপ্ত চিকিৎসার অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যে এর উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা কার্যালয় ‘ভারতের জন্য অক্সিজেন প্রকল্প’ গ্রহণ করেছে। চিকিৎসার অক্সিজেনের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজয়নীতা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় একটি জাতীয় কনসোর্টিয়াম গড়ে তোলা হয়েছে, যারা অক্সিজেন তৈরির জন্য কাঁচামাল যেমন জিওলাইট, ছোট অক্সিজেন প্ল্যান্ট সরবরাহের জন্য সরঞ্জাম, কনসেনট্রেটর, ভেন্টিলেটর ইত্যাদি সরবরাহ করবে। এই কনসোর্টিয়াম শুধুমাত্র স্বল্পমেয়াদী ভিত্তিতে সহায়তা প্রদানই করবে না, একইসঙ্গে দীর্ঘমেয়াদী অক্সিজেন উৎপাদনের পরিকল্পনাও গ্রহণ করবে। এমনকি অক্সিজেন প্ল্যান্ট কনসোর্টিয়াম এবং ভেন্টিলেটরের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলির মূল্যায়ণের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হবে। এই কনসোর্টিয়ামে অক্সিজেন উৎপাদন এবং সরবরাহ সংস্থা হিসেবে ভারত ইলেক্ট্রনিক লিমিটেড, টাটা কনসালটিং ইঞ্জিনিয়ার্স, বেঙ্গালুরুর সি-ক্যাপ, দিল্লীর, বম্বে, কানপুর, হায়দ্রাবাদের আইআইটি, ভোপালের আইআইএসইআর সহ ৪০টিরও বেশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা যুক্ত রয়েছে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://www.psa.gov.in/innovation-science-bharat।

CG/SS /NS



(Release ID: 1726786) Visitor Counter : 229


Read this release in: English