প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি থেকে ১২ই জুন ৪২৫ জন সমর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন
Posted On:
12 JUN 2021 7:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ই জুন, ২০২১
দেরাদুনে ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি থেকে আজ ১৪৮টি নিয়মিত পাঠক্রম ও ১৩১টি কারিগরি পাঠক্রম থেকে ৪২৫ জন সমর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ৯টি প্রতিবেশী রাষ্ট্রের ৮৪ জন সমর শিক্ষার্থীও রয়েছেন। পশ্চিমাঞ্চলীয় কম্যান্ডের জেনারেল অফিসার লেফটেন্যান্ট জেনারেল আর পি সিং এই উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
পশ্চিমাঞ্চলীয় সেনা বাহিনীর কম্যান্ডার অনুষ্ঠানে নির্দেশক এবং সমর শিক্ষার্থীরা উচ্চমানের প্রশিক্ষণ শেষে শৃঙ্খলাবদ্ধ হয়ে যে কুচকাওয়াচে অংশ গ্রহণ করেছেন, তার প্রশংসা করেন। সেনা কম্যান্ডার অনুষ্ঠানে উপস্থিতি অভিভাবক – অভিভাবিকাদের দেশের জন্য এই মহৎ পেশায় শিক্ষার্থীদের যোগদানে উৎসাহিত করায় অভিনন্দন জানিয়েছেন।
কোভিড সংক্রান্ত বিধি – নিষেধ মেনে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মাস্ক, গ্লাভস পরেছিলেন। কুচকাওয়াজের সময় শারীরিক দূরত্ব বজায় রাখা হয়। এই অনুষ্ঠানে সমর শিক্ষার্থীদের অভিভাবক – অভিভাবিকারা এবছর “পাইপিং সেরিমনি” –তে অংশ নেন নি। প্রশিক্ষণে যুক্ত কর্মী ও নির্দেশকরা কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে অংশ নেন। মুকেশ কুমারের নেতৃত্বে থাকা ব্যাটেলিয়নকে “শোড অফ অনার” পুরস্কার দেওয়া হয়। দীপক সিং এর নেতৃত্বে থাকা সমর শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করায় স্বর্ণ পদক পেয়েছেন। মুকেশ কুমারের নেতৃত্বে থাকা ব্যাটেলিয়ন রৌপ্য পদক এবং লভনীত সিং এর অধীনে থাকা সমর শিক্ষার্থীরা ব্রোঞ্জ পদক পেয়েছেন। কারিগরি শিক্ষার পাঠক্রমে দক্ষ কুমার পন্থের অধীনে থাকা সমর শিক্ষার্থীরা রৌপ্য পদক পেয়েছেন। কিনলে নরগু-র নেতৃত্বে থাকা বিদেশী সমর শিক্ষার্থীরাও রৌপ্য পদক পেয়েছেন।
কুচকাওয়াজের আগে এবছর দেশের জন্য যে ৮৮৯ জন সাহসী যোদ্ধা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে অ্যাকাডেমির যুদ্ধ স্মারকে পুষ্প স্তবক নিবেদন করা হয়। শিক্ষার্থীরা সাহস ও নিঃস্বার্থভাবে একই পথ অনুসরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
CG/CB/SFS
(Release ID: 1726614)
Visitor Counter : 267