আয়ুষ

আন্তর্জাতিক যোগ দিবসের পূর্বে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে

Posted On: 12 JUN 2021 3:59PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২ জুন, ২০২১

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের পূর্বে শুক্রবার সন্ধ্যায় অনলাইনের মাধ্যমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট যোগগুরু এবং অভিজ্ঞ যোগা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তাঁরা দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্বের সাধারণ মানুষকে ব্যক্তিগত জীবন ও মানবজাতির কল্যাণে দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে যোগ ব্যায়াম চর্চাকে গ্রহণের আর্জি জানান। এই অনুষ্ঠানে ‘নমস্তে যোগ’ শীর্ষক এক মোবাইল অ্যাপের সূচনা করা হয়।
মোরারজি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর এবং আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু আন্তর্জাতিক যোগ দিবস ২০২১এর বিষয় ভাবনা ‘যোগ্যাভ্যাসের সঙ্গে থাকুন, বাড়িতে থাকুন’ এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন। আধ্যত্মিক ধর্মগুরু এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যোগ গুরু সহ শ্রী শ্রী রবিশঙ্কর, সদগুরুজী বাসুদেব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা জানান, কোভিড মোকাবিলায় যোগাভ্যাসের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে শ্রী প্রকাশ জাভড়েকর বলেন, যোগ ব্যায়াম একটি স্বাস্থ্যকর ও সুখী জীবন গড়ে তোলে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সমাজের সমস্ত স্তরে যোগাভ্যাসের বিষয়ে প্রচার চালানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দূরদর্শনে ১০ দিনের যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সে সম্পর্কে সকলকে অবহিত করেন এবং এ বছরের যোগ দিবসের বিষয় ভাবনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। রোগ মোকাবিলা ও প্রতিরোধে যোগের কার্যকারিতা সম্পর্কে তিনি অভিমত ব্যক্ত করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পুষ্টি বৃদ্ধি এবং মানসিক ও শারীরিক চাপ প্রশমনে যোগাভ্যাসের তুলনা মেলা ভার। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ‘নমস্তে যোগ’ এই মোবাইল অ্যাপটি সাধারণ মানুষের কাছে যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার ক্ষেত্রে এক অন্যন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত যোগ গুরুরা জানান যোগ ব্যায়াম কেবলমাত্র শরীরকেই সুস্থ করে তোলে না, একইসঙ্গে অতিমারী মোকাবিলার ক্ষেত্রেও বিশেষ সাহায্য করে থাকে। যোগ চর্চা সাধারণ মানুষের জীবন যাত্রায় পরিবর্তন নিয়ে আসে বলেও তাঁরা জানান। অনুষ্ঠানে উপস্থিত শ্রী রবিশঙ্কর বলেন, এখন বিশ্ব এক সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। এইসময় যোগাভ্যাসই সঠিক পথ দেখাতে পারে। এ দিনের অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় দেব, মোরারজি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠানের অধিকর্তা আইভি বাসভারতী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

CG/SS /NS



(Release ID: 1726534) Visitor Counter : 185


Read this release in: English