স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৩২; ৭০ দিন পর সর্বনিম্ন

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে ৬৩ দিন পর ১১ লক্ষেরও নীচে
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ৩০ দিন নতুন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি
জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৫.০৭ শতাংশ
দৈনিক আক্রান্তের হার ৪.৩৯ শতাংশ, পরপর ১৯ দিন এই হার ১০ শতাংশের নীচে

Posted On: 12 JUN 2021 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুন, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৩২। এর ফলে, গত ৫ দিনে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাগাতার সমন্বয়মূলক প্রয়াসের কারণে এই সাফল্য মিলেছে।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এমনকি, পরপর ১২ দিন এই সংখ্যা ২০ লক্ষেরও নীচে। আজ সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। অন্যদিকে, সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯১১টি কমেছে। এর ফলে, সুস্পষ্টভাবে আক্রান্তের হার এখন দেশে মোট আক্রান্তের কেবল ৩.৬৮ শতাংশ।
কোভিড সংক্রমণ থেকে সুস্থতার সংখ্যা লাগাতার বাড়তে থাকায় দেশে আরোগ্য লাভের সংখ্যা গত ৩০ দিন ধরে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় আরও ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন করোনামুক্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ৩৬ হাজার ৯৭৯টি বেশি।
মহামারী শুরুর সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন আরোগ্যলাভ করেছেন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫.০৭ শতাংশ, যা লাগাতার বাড়ছে।
দেশে নমুনা পরীক্ষার হার লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ২০ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ৩৭ কোটি ৬২ লক্ষ ৩২ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বাড়ছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী বলে দেখা যাচ্ছে। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৪.৯৪ শতাংশ। অন্যদিকে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৪.৩৯ শতাংশ। দেশে গত ১৯ দিন দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১০ শতাংশের নীচে রয়েছে।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় আজ পর্যন্ত প্রায় ২৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ৩৪ লক্ষ ৩৩ হাজার ৭৬৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী সারা দেশে ২৪ কোটি ৯৬ লক্ষ ৩০৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটি ৩৫ হাজার ২৬২ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ এবং ৬৯ লক্ষ ৪৭ হাজার ৫৬৫ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোণার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ২৪৭ জন প্রথম ডোজ এবং ৮৮ লক্ষ ১২ হাজার ৫৭৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এদিকে সারা দেশে ১৮-৪৪ বছর বয়সী ৩ কোটি ৮১ লক্ষ ২১ হাজার ৫৩১ জন প্রথম ডোজ এবং ৫ লক্ষ ৬১ হাজার ৫০৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৭ কোটি ৪৭ লক্ষ ৬ হাজার ৯৭৯ জন প্রথম ডোজ এবং ১ কোটি ১৮ লক্ষ ৩১ হাজার ৭৭০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ২১ লক্ষ ৯০ হাজার ১৩০ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৯৭ লক্ষ ৫৬ হাজার ৭৪৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন বলে জানা গেছে।

CG/BD/SB



(Release ID: 1726512) Visitor Counter : 175


Read this release in: English