ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
‘খাদি প্রাকৃতিক রঙ’-এর নামে জালিয়াতি
Posted On:
11 JUN 2021 7:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুন, ২০২১
গাজিয়াবাদ ভিত্তিক এক বাণিজ্যিক সংস্থা 'খাদি প্রাকৃতিক রঙ'-এর নাম জালিয়াতি করে রঙ উৎপাদন ও বিক্রি করছে । দিল্লি হাইকোর্ট অবিলম্বে এই ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে । আদালত উল্লেখ করেছে যে উমেশ পাল নামে এক ব্যক্তির মালিকানাধীন জেবিএমআর এন্টারপ্রাইস সংস্থাটি গ্রাহকদের বিভ্রান্ত করার জন্য ‘ খাদি প্রাকৃতিক পেন্ট’ এই নামটি এবং প্যাকেজিং-এর সময় অবৈধভাবে ‘খাদি’ ব্র্যান্ড ব্যবহার করচ্ছে । এতে খাদির সুনাম এবং খ্যাতি উভয় ক্ষেত্রেই সমস্যা হচ্ছে।
খাদি প্রাকৃতিক রঙটি গোবর থেকে তৈরি একটি অনন্য উদ্ভাবনী রঙ । খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন(কেভিআইসি)-এর তৈরি অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল রঙটির সূচনা করেন কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি । চলতি বছরের ১২-ই জানুয়ারী এই রঙের সূচনা করা হয় । তারপর থেকে এই রঙটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রঙের প্রচুর বরাত পাওয়া গেছে ।
একইসঙ্গে আদালত জেবিএমআর এন্টারপ্রাইসকে www.khadiprakritikpaint.com নামে ওয়েবসাইটটি পরিচালনা বন্ধ করতে নির্দেশ দিয়েছে । কেভিআইসি-র পক্ষে আইনজীবী আদালতে জানিয়েছেন যে, জেবিএমআর এন্টারপ্রাইস ইন্ডিয়া মার্ট এবং ট্রেড ইন্ডিয়ার মতো তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলিতে নকল ‘খাদি প্রাকৃতিক রঙ’ বিক্রি করছে ।
কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, কেভিআইসি কোন সংস্থাকে ‘খাদি প্রাকৃতিক রঙ’ উৎপাদন বা বিপননের জন্য বরাত দেয়নি । কেভিআইসি গত কয়েক বছরে এই ধরণের জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে । খাদি নামে ব্র্যান্ডের অপব্যবহার এবং পণ্য বিক্রির জন্য কেভিআইসি এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি বেসরকারি সংস্থাকে আইনী নোটিশ দিয়েছে ।
CG/SS/RAB
(Release ID: 1726334)
Visitor Counter : 157