কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং ডায়াবেটিস ও কোভিডের মধ্যে যোগাযোগের বিষয়ে প্রচারের আহ্বান জানিয়েছেন
Posted On:
11 JUN 2021 7:37PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ জুন, ২০২১
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন ডায়াবেটিস ও কোভিডের মধ্যে যোগাযোগের বিষয়ে আরও প্রচারের প্রয়োজন। ডাঃ সিং ডায়াবেটিস ও মেডিসিনের একজন অধ্যাপক এবং রিসার্চ সোস্যাইটি ফর স্টাডি অফ ডায়াবেটিস ইন ইন্ডিয়ার লাইফ পেট্রন। মন্ত্রী বলেছেন, ডায়াবেটিস ও কোভিডের মধ্যে যোগসূত্রের বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে।
‘ডায়াবেটিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কংগ্রেস ২০২১’-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ডাঃ সিং বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো কোভিডও শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন দিক নিয়ে আরও পর্যালোচনার সুযোগ এনে দিয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনটি তারই প্রতিফলন। গত দুই দশক ধরে ভারতে টাইপ টু ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। দু দশক আগে এই বিশেষ ধরণের ডায়াবেটিস মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ তা সমগ্র উত্তর ভারতেও ছড়িয়ে পরেছে। একইভাবে মহানগর, শহর থেকে গ্রামাঞ্চলেও এই ধরণের ডায়াবেটিস আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
ডাঃ সিং কোভিড এবং ডায়াবেটিসের মধ্যে যোগাযোগ সংক্রান্ত একাধিক শিক্ষামূলক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। এর ফলে মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে। জীবন যাপনের জন্য করোনা নতুন নিয়ম মেনে চলার শিক্ষা দিয়েছে। অন্যদিকে চিকিৎসকদেরও বিভিন্ন ওষুধ এবং ওষুধ বর্হিভূত চিকিৎসা পদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনা করার সময় এসেছে। সম্প্রতি এই বিষয়গুলি নিয়ে আলোচনা কম হচ্ছিল। কোভিড মহামারীর পর ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ প্রতিহত করার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ সেটির প্রয়োজনীয়তা মানুষ বুঝতে পারবেন। ডায়াবেটিস আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা সহজেই করোনার মতো বিভিন্ন সংক্রমণের শিকার হন। এর ফলে নানান শারীরিক সমস্যা দেখা দেয়। মন্ত্রী বলেন, ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিডনি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মতো নানা অসুখের সম্মুখীন হন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন এর জন্য আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করলে এবং যে সব অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলির প্রতি বিশেষ যত্নবান হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। মহামারীর সময়েও একই নীতি মেনে চলতে হবে।
ডাঃ সিং জোর দিয়ে বলেছেন সব ডায়াবেটিক রোগীই কোভিড আক্রান্ত হবেন এমনটা নয়। আবার কোভিড সংক্রমিতরা সেরে ওঠার পর ডায়াবেটিসের সমস্যায় ভুগবেন সেটিও সঠিক নয়। তিনি ডায়াবেটিস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত অধ্যাপক শৌকত এম সাডিকোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভারতে ডায়াবেটিসের বিষয়ে সচেতনতার জন্য তাঁর অবদান অনস্বীকার্য।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের নির্বাচিত সভাপতি ডাঃ আখতার হুসেন বলেছেন, চীনের পর ভারতেই সব থেকে বেশি ডায়াবেটিস আক্রান্ত মানুষের বসবাস। কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি সকলকে সাবধান করে দিয়েছেন। অনুষ্ঠানে ডায়াবেটিস নিয়ে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে মন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে থাকা চিকিৎসকদের ভার্চুয়ালি পুরস্কৃত করেছেন।
CG/CB /NS
(Release ID: 1726324)
Visitor Counter : 1511