বিদ্যুৎমন্ত্রক
২০২০ – ২১ অর্থবর্ষে এনএইচপিসি –র লাভ হয়েছে ৩২৩৩ কোটি টাকা - যা সর্বোচ্চ
Posted On:
11 JUN 2021 7:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ই জুন, ২০২১
দেশের অন্যতম জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনএইচপিসি লিমিটেড ২০২০ – ২১ অর্থবর্ষে তার চূড়ান্ত আর্থিক ফলাফল ঘোষণা করেছে। মিনিরত্ন শ্রেণীভুক্ত এই সংস্থাটির বোর্ড অফ ডিরেক্টররা গতকাল বৈদ্যুতিন মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত আর্থিক ফলাফলে অনুমোদন দিয়েছে।
এনএইচপিসির, কর দেওয়ার পর বর্তমান অর্থ বর্ষে মোট লাভের পরিমাণ ৩২৩৩ কোটি ৩৭ লক্ষ টাকা। এর আগের অর্থবর্ষে লভ্যাংশের পরিমাণ ছিল ৩০০৭ কোটি ১৭ লক্ষ টাকা। ২০২০ – ২১ অর্থবর্ষে পরিচালন বাবদ রাজস্ব আদায় হয়েছে ৮৫০৬ কোটি ৫৮ লক্ষ টাকা। ২০১৯ – ২০ অর্থবর্ষে সংস্থার মোট লাভের পরিমাণ ছিল ৩৩৪৪ কোটি ৯১ লক্ষ টাকা। ২০২০ – ২১ অর্থবর্ষে এর মোট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৮২ কোটি ১৩ লক্ষ টাকা। ২০২০ – ২১ অর্থবর্ষে এনএইচপিসি –র মোট আয় ১০,৭০৫ কোটি ৪ লক্ষ টাকা।
কোভিড – ১৯ মহামারির মধ্যেও এনএইচপিসি –র বিদ্যুৎ কেন্দ্রগুলি ২০২০ – ২১ অর্থবর্ষে ২৪৪৭১০ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। বোর্ড অফ ডিরেক্টরস ২০২০ – ২১ অর্থবর্ষে শেয়ার পিছু ৩৫ পয়সা চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর আগে মার্চ মাসে শেয়ার পিছু ১ টাকা ২৫ পয়সা করে লভ্যাংশ দেওয়া হয়েছিল। ২০২০ – ২১ অর্থবর্ষে শেয়ার হোল্ডারদের মোট ১৬০৭ কোটি ২১ লক্ষ টাকা লভ্যাংশ হিসেবে দেওয়া হল। ২০১৯ – ২০ অর্থবর্ষে লভ্যাংশ হিসেবে ১৫০৬ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে সংস্থার ৭ লক্ষ শেয়ার হোল্ডার রয়েছেন। সংস্থার মহাপরিচালক শ্রী এ কে সিং জানিয়েছেন, এনএইচপিসি, দেশজুড়ে সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নিয়েছে। গত অর্থবর্ষে ৫টি প্রকল্পের জন্য সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। যেগুলি নির্মিত হলে আরো ৪১৩৪ মেগাওয়াট বিদ্য়ুৎ উৎপন্ন হবে।
এনএইচপিসি, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন নতুন প্রস্তাব বিবেচনা করছে। জম্মু – কাশ্মীর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের সঙ্গে রাতলে জলবিদ্যুৎ নিগম লিমিটেড গড়ে তোলা হয়েছে। এই সংস্থা ৮৫০ মেগাওয়াট রাতলে জলবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত করবে। সিকিমের রঙ্গিত জলবিদ্যুৎ প্রকল্পের ১২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চতুর্থ পর্যায়ের জন্য এনএইচপিসি জল পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে অধিগ্রহণ করেছে।
CG/CB/SFS
(Release ID: 1726313)
Visitor Counter : 164