মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী উচ্চ শিক্ষা নিয়ে ২০১৯-২০’র সর্বভারতীয় সমীক্ষা প্রতিবেদন প্রকাশের বিষয়টি অনুমোদন করেছেন
Posted On:
10 JUN 2021 6:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২১
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ উচ্চ শিক্ষা নিয়ে ২০১৯-২০’র সর্বভারতীয় সমীক্ষা প্রতিবেদন প্রকাশের বিষয়টি অনুমোদন করেছেন। এই প্রতিবেদনে দেশের উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে মূল কার্যকারিতার সূচক তুলে ধরা হয়েছে।
শ্রী পোখরিয়াল বলেন, ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ এই গত পাঁচ শিক্ষা বর্ষে শিক্ষার্থীর নাম নথিভুক্তিকরণের হার ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে উচ্চ শিক্ষায় মহিলা শিক্ষার্থীর নাম নথিভুক্তিকরণের হার ১৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার নারী শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ণ এবং সমাজে অনগ্রসর শ্রেণীর কল্যাণের ওপর বিশেষ জোর দিয়েছে। যার ফলে এই প্রতিবেদনে দেখে গেছে যে উচ্চ শিক্ষায় মহিলা, তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত শিক্ষার্থীর অংশগ্রহণ ক্রমশই বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে জানান, এই প্রতিবেদনে প্রকাশিত ফলাফল থেকে দেশের উচ্চ শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত নীতিগুলির সাফল্যের সূচক প্রতিফলিত হয়েছে। আগামী দিনে সরকারের এই নীতি নির্ধারণ দেশের উচ্চ শিক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
উচ্চ শিক্ষা দপ্তরের সচিব শ্রী অমিত খারে জানান, এই প্রতিবেদনে শিক্ষার্থীদের নাম নথিভুক্তিকরণের হার বৃদ্ধি পেয়েছে। এমনকি জাতীয় শিক্ষা নীতি ২০২০-র প্রেক্ষাপটে শিক্ষা ক্ষেত্রের মানোন্নয়নের দিকটিও প্রতিফলিত হয়েছে ।
২০১৯-২০ শিক্ষা বর্ষে উচ্চ শিক্ষা ক্ষেত্রে মোট ৩.৮৫ কোটি শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। প্রতিবেদনে দেখা গেছে যে ২০১৯-২০ শিক্ষা বর্ষে উচ্চ শিক্ষা ক্ষেত্রে গড় নাম নথিভুক্তিকরণের হার বৃদ্ধি পেয়েছে। এমনকি উচ্চ শিক্ষা ক্ষেত্রে ২০১৯-২৯ শিক্ষা বর্ষে লিঙ্গ সমতা সূচক দাঁড়িয়েছে ১.০১ শতাংশে। ২০১৯-২০ শিক্ষা বর্ষে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী-শিক্ষক -এর অনুপাত ২৬-এ দাঁড়িয়েছে। পাশাপাশি ২০১৯-২০ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, একক শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম নথিভুক্তিকরণের হার বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ শিক্ষা বর্ষে ২.০৩ লক্ষ শিক্ষার্থী পিএইচডি পাশ করেছেন। মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩ হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ শিক্ষকের হার ৫৭.৫ শতাংশ এবং মহিলা শিক্ষিকার হার ৪২.৫ শতাংশ।
CG/SS/SKD
(Release ID: 1726027)
Visitor Counter : 302