স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

পর পর তিন দিন ভারতে নতুন সংক্রমণ ১ লক্ষের কম

৬০ দিন পর দেশে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষের নিচে পৌঁছেছে
পর পর ২৮ দিন নতুন করে সংক্রমিতের চাইতে দৈনিক আরোগ্য লাভের সংখ্যা বেশি
কোভিড মুক্তির হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৪.৭৭ শতাংশ
পর পর ১৭ দিন সংক্রমিতের হার ১০ শতাংশের নিচে- আজ এই হার ৪.৬৯ শতাংশ
ভারতে ২৪ কোটির বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে

Posted On: 10 JUN 2021 6:56PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ জুন, ২০২১

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪,০৫২ জন। পর পর তিন দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একযোগে কোভিড সংক্রমণের বিরুদ্ধে কাজ করায় এই সুফল পাওয়া গেছে।
ভারতে সংক্রমিতের সংখ্যা ক্রমহ্রাসমান। আজ সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১১,৬৭,৯৫২। পর পর ১০ দিন সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষের কম। পর পর ২৮ দিন দেশে নতুন করে সংক্রমিতের থেকে আরোগ্য লাভের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ১,৫১,৩৬৭ জন কোভিড মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট ২,৭৬,৫৫,৪৯৩ জন আরোগ্য লাভ করেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৯৪.৭৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে ২০,০৪,৬৯০ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত দেশে মোট ৩৭,২১,৯৮,২৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিকে যেমন নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে, অন্যদিকে সংক্রমণের হার নিম্নমুখী। আজ এই হার ৪.৬৯ শতাংশ। পর পর ১৭ দিন এই হার ১০ শতাংশের কম। সাপ্তাহিক সংক্রমণের হার ৫.৪৩ শতাংশ।
দেশে এ পর্যন্ত ২৪,২৭,২৬,৬৯৩ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০০,১৩,৪৩৪ জন টিকার প্রথম ডোজ এবং ৬৯,১৩,০১৭ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৬৪,৭৭,৩৭৪ জন প্রথম ডোজ এবং ৮৭,৫৫,৫৮৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩,৩৯,৪৫,৬৪৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,০৭,১৫১ জন। ৪৫-৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭,৩৩,৮৪,০৯০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,১৬,২৮,০৯২ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৬,১৬,৬২,৪০০ জন প্রথম ডোজ এবং ১,৯৫,৩৯,৯০২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

CG/ CB/NS



(Release ID: 1726024) Visitor Counter : 209


Read this release in: English