স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য

Posted On: 10 JUN 2021 3:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২১

কেন্দ্রীয় সরকার এ বছরের ১৬ জানুয়ারি থেকেই সার্বিকভাবে কার্যকর টিকাকরণ অভিযানে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রয়াসে সাহায্য করে আসছে। দেশে কোভিড টিকার সময় মতো যোগান নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে টিকা সরবরাহ-শৃঙ্খল আরও বিন্যস্ত করা হয়েছে এবং টিকা সংরক্ষণ করে রাখার ওপর সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ই-ভিন ইনভেন্টরি এবং তাপমাত্রা সম্পর্কিত বিষয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠির কথা এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে টিকার মজুত সম্পর্কিত তথ্য বিনিময়ের পূর্বে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ঐ চিঠিতে, যে তাপমাত্রায় টিকা মজুত করা হচ্ছে, সে সম্পর্কেও মন্ত্রককে জানাতে বলা হয়েছে। বিভিন্ন সংস্থা বাণিজ্যিক স্বার্থ পূরণে এ ধরনের তথ্যের অপব্যবহার করতে পারে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষিতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ই-ভিন সম্পর্কিত তথ্য ও পরিসংখ্যান কোনও এজেন্সিকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বজনীন টিকাকরণ কর্মসূচিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের টিকা প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সবধরনের টিকা ক্ষেত্রেই তথ্য ও পরিসংখ্যান একত্রিত করে রাখতে ই-ভিন ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছে। মন্ত্রক গত ছ’বছর ধরেই সর্বজনীন টিকাকরণ কর্মসূচিতে এই পদ্ধতি ব্যবহার করছে। তাই, টিকার মজুত, তাপমাত্রা সম্পর্কিত তথ্য অত্যন্ত সংবেদনশীল বিষয় এই কারণেই এ ধরনের তথ্য বিনিময়ের পূর্বে মন্ত্রকের অনুমতি নেওয়া প্রয়োজন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সংবাদ মাধ্যমের সঙ্গে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন ও দৈনিক-ভিত্তিতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কোভিড-১৯ টিকার মজুত, ব্যবহার এবং রাজ্যগুলির হাতে থাকা টিকা সম্পর্কিত তথ্য নিয়মিতভাবে জনসমক্ষে কো-উইন প্ল্যাটফর্মে প্রকাশ করে থাকে। অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে টিকা সম্পর্কিত সংবেদনশীল তথ্যের আদান-প্রদান বন্ধ করতেই স্বাস্থ্য মন্ত্রক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠিতে পাঠায়।
ভারত সরকার কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। এজনয সরকার কো-উইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করেন। নিয়মিত-ভিত্তিতে এ ধরনের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়।

CG/BD/SB


(Release ID: 1725936) Visitor Counter : 265


Read this release in: English