বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
হাইব্রিড মাল্টিপ্লাই ফেস মাস্ক এন৯৫ রেসপিরেটরের বিকল্প হতে পারে
Posted On:
10 JUN 2021 12:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২১
কোভিড অতিমারী বিশ্বজুড়ে সাধারণ মানুষের বহু ক্ষয়ক্ষতি করেছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় স্যানিটাইজার, ফেস মাস্ক এবং কোভিড আচরণ বিধি মেনে চলার বিষয়গুলি সর্বাগ্রে রয়েছে। কোভিড-১৯ প্রসার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলকে মাস্ক পড়ার সুপারিশ করেছে। বিশেষত এন৯৫ মাস্ক সংক্রমিত ব্যক্তি থেকে অসংক্রমিত ব্যক্তির মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া হ্রাস করতে কার্যকরী ভূমিকা পালন করে। তবে, এন৯৫ ফেস মাস্ক ব্যবহার অনেকের ক্ষেত্রেই অস্বস্তিকর বলে মনে হয়েছে।
বায়ো টেকনোলজিস ইন্ডাস্ট্রি রিচার্স অ্যাসিসট্যান্স (বিআইআরএসি) এবং আইকেপি নলেজ পার্কের সহযোগিতায় পরিশোধন টেকনোলজি প্রাইভেট লিমিটেড ফাস্ট-ট্র্যাক কোভিড-১৯ তহবিলের আওতায় হাইব্রিড মাল্টিপ্লাই ফেস মাস্ক, এসএইচজি-৯৫® (বিলিয়ন সোশ্যাল মাস্ক) তৈরি করেছে। ‘মেড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি এই ফেস মাস্কগুলি ৯০ শতাংশ পর্যন্ত ধূলিকণা আটকাতে সফল এবং ৯৯ শতাংশ পর্যন্ত জীবাণু রোধ করে। এই উন্নতমানের ফেস মাস্কগুলি উচ্চ শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সুবিধেজনক, কানের পক্ষেও আরামদায়ক। গ্রীষ্মকালে এটি ব্যবহার করার সুবিধা রয়েছে। এই মাস্কে বিশেষ পরিশোধন স্তর থাকায় অতিরিক্ত সুবিধা মিলবে। সুতির তৈরি এই হাতে বোনা মাস্কগুলি বার বার ধুয়ে ব্যবহার করা যাবে। ভারতীয় অর্থে মাস্ক প্রতি এর মূল্য ধার্য করা হয়েছে ৫০ থেকে ৭৫ টাকা। ইতিমধ্যেই ১ লক্ষ ৪৫ হাজারেরও বেশি মাস্ক বিক্রি হয়েছে। কোভিড-১৯ –এর সময় ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই মাস্ক নির্মাণ করা হচ্ছে।
CG/SS/SKD
(Release ID: 1725890)
Visitor Counter : 245