PIB Headquarters

কোভিড – ১৯ সংক্রান্ত পিআইবি-র সংবাদ

Posted On: 09 JUN 2021 11:18AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ই জুন, ২০২১

• পর পর দু’দিন নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষের কম, গত ২৪ ঘন্টায় ভারতে ৯২,৫৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন
• দেশে এপর্যন্ত মোট ২,৭৫,০৪,১২৬ জন সুস্থ হয়ে উঠেছেন
• গত ২৪ ঘন্টায় ১,৬২,৬৬৪ জন আরোগ্য লাভ করেছেন
• পর পর ২৭ দিন নতুন করে সংক্রমিতের থেকে আরোগ্য লাভের সংখ্যা বেশি
• কোভিড মুক্তির হার বেড়ে হয়েছে ৯৪.৫৫ শতাংশ
• সাপ্তাহিক সংক্রমণের হার বর্তমানে ৫.৬৬ শতাংশ
• পর পর ১৬ দিন দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের কম – আজ এই হার ৪.৬৬ শতাংশ
• দেশে নমুনা পরীক্ষার হার ক্রমশ বাড়ছে – এপর্যন্ত ৩৭.০১ কোটি নমুনা পরীক্ষা হয়েছে
• দেশজুড়ে টিকাকরণ অভিযানে এপর্যন্ত ২৩.৯ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে
কোভিড – ১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
• পর পর দু’দিন নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষের কম, গত ২৪ ঘন্টায় ভারতে ৯২,৫৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন
• ৫৭ দিন পর ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ১৩ লক্ষের নিচে নেমে এসেছে।
• গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা কমেছে ৭২,২৮৭
• পর পর ২৭ দিন নতুন করে সংক্রমিতের থেকে আরোগ্য লাভের সংখ্যা বেশি
• কোভিড মুক্তির হার বেড়ে হয়েছে ৯৪.৫৫ শতাংশ।
• পর পর ১৬ দিন দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের কম – আজ এই হার ৪.৬৬ শতাংশ।
• গত ২৪ ঘন্টায় ২৭.৭ লক্ষ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।
• ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২,৫৯৬ জন।
• পর পর দু’দিন নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষের কম, গত ২৪ ঘন্টায় ভারতে ৯২,৫৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
• কেন্দ্রের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ প্রয়াসে এটি সম্ভব হয়েছে। আজ দেশে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ১২,৩১,৪১৫ জন। গত ২৪ ঘন্টায় ১,৬২,৬৬৪ জন আরোগ্য লাভ করেছেন।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725622
কোভিড – ১৯ টিকাকরণের বিষয়ে সর্বশেষ তথ্য
কেন্দ্র এপর্যন্ত ২৫,০৬,৪১,৪৪০ টি কোভিড টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। এর মধ্যে ২৩,৭৪,২১,৮০৮টি ডোজ সুবিধাভোগীদের দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও পর্যন্ত ১,৩৩,৬৮,৭২৭ টি টিকার ডোজ আছে। আগামী তিন দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩,৮১,৭৫০ টি টিকার ডোজ পাঠানো হবে।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন – https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1725535
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ দীপাবলী পর্যন্ত বাড়ানো হয়েছে
• ৮০ কোটি মানুষ নভেম্বর পর্যন্ত প্রতি মাসে বিনামূল্যে খাদ্য়শস্য পাবেন
• ভারতীয় খাদ্য নিগম পিএমজিকেএওয়াই প্রকল্পে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য ৬৯ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য পাঠিয়েছে
• ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলই পিএমজিকেএওয়াই –এর আওতায় মে মাসে বরাদ্দকৃত খাদ্যশস্যর পুরোটা সংগ্রহ করেছে
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725446
দেশে অক্সিজেন এক্সপ্রেস ২৭,৬০০ মেট্রিকটন চিকিৎসার জন্য ব্য়বহৃত তরল অক্সিজেন সরবরাহ করেছে
• ৩৯২ টি অক্সিজেন এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যে পৌঁছে অক্সিজেন সরবরাহ করেছে
• ১৫টি রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস ১৬০৩ টি ট্যাঙ্কারের মাধ্যমে চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন পরিবহণ করেছে
• ৩৭০০ মেট্রিকটনেরও বেশি তরল অক্সিজেন তামিলনাডুতে পাঠানো হয়েছে
• ভারতীয় রেল, বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য ব্য়বহৃত তরল অক্সিজেন সরবরাহ করে কোভিড সংক্রমিতদের চিকিৎসার জন্য সুবিধা করে দিয়েছে ।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725420
২ডিঅক্সি – ডি – গ্লুকোজের বিশ্লেষণের জন্য সিএসআইআর – আইআইসিটি লি ফার্মা লিমিটেডকে ছাড়পত্র দিয়েছে
সিএসআইআর –এর অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (আইআইসিটি) এবং হায়দ্রাবাদ ভিত্তিক ওষুধ কোম্পানী লি ফার্মার মধ্যে ২ডিঅক্সি – ডি – গ্লুকোজের বিশ্লেষণ সংক্রান্ত একটি সমঝোতা হয়েছে। কোভিড রোগীদের আরোগ্য লাভের জন্য এবং শরীরে অক্সিজেনের ঘাটতি মেটাতে ডিআরডিও, ২ডিঅক্সি – ডি – গ্লুকোজ উদ্ভাবন করেছে এবং ড. রেড্ডিজ ল্যাবরেটরি স্যাসের মাধ্যমে এই ওষুধ বাজারে নিয়ে এসেছে।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1725576
ভারতীয় হাসপাতালগুলিকে দেশীয় প্রযুক্তিতে নির্মিত উচ্চমানের অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করার জন্য উৎপাদন শুরু হয়েছে
দেশীয় প্রযুক্তিতে নির্মিত উচ্চমানের অক্সিজেন কনসেনট্রেটর এখন বাজারে এসে গিয়েছে। একটি ভারতীয় স্টার্টআপ সংস্থা স্বল্প মূল্যে বহনযোগ্য এই অক্সিজেন কনসেনট্রেটরের নক্সা এবং যন্ত্রটি তৈরি করেছে। এখন এগুলি বিভিন্ন হাসপাতালে সরবরাহের জন্য উৎপাদন করা হচ্ছে। কোভিড – ১৯ এর দ্বিতীয় ঢেউয়ে রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াটি চিকিৎসার সময় বেশ চ্যালেঞ্জের ছিল। ভারতীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলি দেশে অক্সিজেন কনসেনট্রেটরের চাহিদা মেটানোর জন্য সেই সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। চিকিৎসায় ব্য়বহৃত ভেন্টিলেটর, বহনযোগ্য শ্বাস – প্রশ্বাসে সহায়ক যন্ত্র সহ অন্যান্য বিভিন্ন সরঞ্জাম তৈরিতেও এই সব সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করে।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725690
কোভিড – ১৯ এ সংক্রমিতদের আরোগ্য লাভের জন্য ২০টি ঔষধী গাছের তথ্য সম্বলিত বৈদ্যুতিন পুস্তিকা প্রকাশ করেছেন কিরেণ রিজিজু
আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু গতকাল কোভিড – ১৯ এ সংক্রমিতদের আরোগ্য লাভের জন্য ২০টি ঔষধী গাছের তথ্য সম্বলিত বৈদ্যুতিন পুস্তিকা প্রকাশ করেছেন। ন্যাশনাল মেজিসিনাল প্ল্যান্ট বোর্ড এই বৈদ্যুতিন পুস্তিকাটি তৈরি করেছে।
এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725423
পিআইবি –র ফিল্ড ইউনিটগুলির থেকে প্রাপ্ত তথ্য
কেরালা : স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী ১৮ – ৪৫ বছর বয়সী নাগরিকদের মধ্যে ১,৫০,৬৬,৮২০ জন টিকা পেয়েছেন। সরকার, সিদ্ধান্ত নিয়েছে শয্যাশায়ী রোগী এবং প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে টিকা দেবে। এপর্যন্ত নতুন করে ১,৪৩,২৫৪ জন চিকিৎসাধীন সংক্রমিত। রাজ্যে মঙ্গলবার ১২৪ জন সংক্রমিত প্রাণ হারিয়েছেন।
তামিলনাডু : তামিলনাড়ু সরকার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ ১৫টি চিকিৎসার সরঞ্জামকে অত্যাবশ্যক পণ্য বলে ঘোষণা করেছে। এই পণ্য সামগ্রীর ন্যূনতম খুচরা মূল্য তামিলনাডু জরুরী পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত হবে। রাজ্যে ১,০১০৬৭,২৬০ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
কর্ণাটক : ৮ই জুনের প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯,৮০৮ জন। মোট চিকিৎসাধীন সংক্রমিত ২,২৫,০০৪। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৯ জন প্রাণ হারিয়েছেন। ৫৬ দিন পর নতুন করে সংক্রমিতের সংখ্যা ১০,০০০ এর নিচে নেমেছে। অন্য দিকে ৪২ দিন পর মৃতের সংখ্যা ২০০র মধ্যে রয়েছে।
অন্ধ্রপ্রদেশ : রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭৯৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৯৭৩২টি। স্বাস্থ্য দপ্তর আজ সকালে ধর্মঘটী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান। ধর্মঘটী চিকিৎসকরা হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো, টিডিএস –এর জন্য মাইনে থেকে টাকা কেটে নেওয়ার প্রক্রিয়াটি বাতিলের দাবি জানিয়েছেন।
তেলেঙ্গানা : রাজ্য মন্ত্রিসভা আগামী ১০ দিন লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। তবে, সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬টা পর্যন্ত বিধি-নিষেধ শিথিল থাকবে।
মহারাষ্ট্র : মহারাষ্ট্রে নতুন করে ১০,৮৯১ জন সংক্রমিত হয়েছেন। রাজ্যে প্রবীণ নাগরিক এবং বিছানায় শয্যাশায়ীদের জন্য নভি মুম্বাই পুরসভা টিকাকরণের বিশেষ উদ্যোগ নিয়েছে।
গুজরাট : গুজরাট সরকার, কোভিড – ১৯ এর মহামারির জন্য সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং জিমে বকেয়া সম্পত্তিকরের ছাড় দিয়েছে। রাজ্যে মঙ্গলবার২,৫৮,৭৯৭ জন টিকা পেয়েছেন।
রাজস্থান : রাজস্থান সরকার, লকডাউনের সময়ে বেশ কিছু নিয়ম শিথিল করেছে। কোভিড টিকা যথাযথভাবে ব্যবহার করার জন্য সরকার, জেলা এবং ব্লক স্তরে কমিটি গঠন করেছে। এই কমিটিগুলি টিকার অপচয় রোধে কাজ করবে।
মধ্যপ্রদেশ : কোভিড – ১৯ এর টিকাকরণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। রাজ্যে ৬টি জেলায় নতুন করে কোনো সংক্রমণের কোনো খবর নেই।
ছত্তিশগড় : ছত্তিশগড়ে নতুন করে ১১০২ জন সংক্রমিত হয়েছেন। ১৪ জন গত ২৪ ঘন্টায় মারা গেছেন। রাজ্যে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ১৯,৪৭১ জন।
গোয়া : গোয়ায় মঙ্গলবার ৪৭৩ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন এবং ১৪ জন কোভিড সংক্রমিত প্রাণ হারিয়েছেন। উপকূলবর্তী এই রাজ্যে বর্তমানে ৫৮৯৯ জন চিকিৎসাধীন সংক্রমিত রয়েছেন।
আসাম : আসামে ৪৩ জন কোভিড – ১৯ এ প্রাণ হারিয়েছেন। রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯৪৮ জন। গুয়াহাটি হাইকোর্ট, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের কোভিড পরবর্তী চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেবিষয়ে বিস্তারিত জানাতে।
মণিপুর : বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে আরো ১২ জন প্রাণ হারিয়েছেন এবং গত ২৪ ঘন্টায় ৭৪৮ জন নতুন ভাবে সংক্রমিত হয়েছেন।
নাগাল্যান্ড : নাগাল্যান্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩৩ জন এবং ৩ জন কোভিড সংক্রমিত প্রাণ হারিয়েছেন। রাজ্যের সরকারী উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে আজ থেকে নিবিড় টিকাকরণ অভিযান শুরু হয়েছে।
ত্রিপুরা : গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০০ জন। আবার এই সময়ে ৫ জন সংক্রমিত প্রাণ হারিয়েছেন। আগরতলা পুরসভায় সংক্রমিতের হার ১১.৯৯ শতাংশ হলেও রাজ্যে সংক্রমিতের হার ৪.৪১ শতাংশ।
সিকিম : সিকিমে নতুন করে ২৫৫ জন সংক্রমিত হয়েছেন। ৩০২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মেঘালয় : মেঘালয়ে ৩১ দিন পর সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৪০০র নিচে নেমেছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমশ কমলেও নর্থ – ইস্টার্ণ ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ রিজিওয়াল হেল্থ অ্যান্ড মেডিকেল সায়েন্সে তৃতীয় ঢেউয়ের মোকাবিলার প্রস্তুতি শুরু হয়েছে।
পঞ্জাব : রাজ্যে মোট সংক্রমিত চিকিৎসাধীন ১৮৫৪৬ জন। ৪৫ বছরের উর্দ্ধে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩০,১৯৯০৯টি। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯,৫০,৪৩টি।
হরিয়ানা : রাজ্যে এপর্যন্ত ৭,৬৩,৫৬৬ টি নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। আজ পর্যন্ত হরিয়ানায় ৬১,০৭,৮৫৭ জন টিকা নিয়েছেন।
চন্ডিগড় : এই কেন্দ্রশাসিত অঞ্চলে ৬০৭৭৮ টি নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীন ৬৮৫ জন।
হিমাচল প্রদেশ : আজ পর্যন্ত ১,৯৬,৩৫১ জনের কোভিড সংক্রমণের রিপোর্ট এসেছে। এই মুহুর্তে রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন ৬৯৮৩ জন।

CG/CB/SFS


(Release ID: 1725854) Visitor Counter : 241


Read this release in: English