মানবসম্পদবিকাশমন্ত্রক
তিনটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং-২০২২-এ প্রথম দুশোর মধ্যে রয়েছে
গবেষণার ক্ষেত্রে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে
Posted On:
09 JUN 2021 7:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জুন, ২০২১
ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং-২০২২-এ প্রথম দুশোর মধ্যে রয়েছে।
অন্যদিকে,গবেষণার ক্ষেত্রে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।
কিউ এস অর্থাৎ কোয়াকুয়ারেলি সাইমনড্স বিশ্বব্যাপী উচ্চশিক্ষা বিশ্লেষক আজ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং-এর ১৮-তম সংস্করণ প্রকাশ করেছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই তালিকায় ১৭৭-তম স্থান পাওয়ার জন্য আইআইটি মুম্বাই, ১৮৫-তম স্থান অধিকারের জন্য আইআইটি দিল্লি এবং ১৮৬-তম স্থান দখলের জন্য ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী পোখরিয়াল জানান, ভারত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মতো একজন নেতা থাকায় তাঁরা গর্বিত, যিনি নিয়মিত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষা কর্মী ও শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন যে, জাতীয় শিক্ষানীতি-২০২০ এবং ইনস্টিটিউট অফ এমিনেন্স-এর মত উদ্যোগ ভারতের কলেজ ও শিক্ষা কেন্দ্রগুলিকে বিশ্ব রেঙ্কিং এর ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কিউ এস রেঙ্কিং দেখেই তা অনুভব করা যায়।
CG/ SB
(Release ID: 1725725)
Visitor Counter : 310