প্রতিরক্ষামন্ত্রক

ভারত-থাইল্যান্ড সমন্বিত প্রহরা (করপ্যাট)

Posted On: 09 JUN 2021 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জুন, ২০২১

ভারত ও থাইল্যান্ডের সমন্বিত প্রহরা, ইন্দো-থাই করপ্যাট, ৯ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে। ভারতীয় নৌবাহিনী এবং রয়াল থাই নেভি এই প্রহরার আয়োজন করেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ সূর্য এবং থাইল্যান্ডের ক্রাবি এই প্রহরায় অংশ নেবে।
ভারত মহাসাগরকে সুরক্ষিত রাখতে দুই দেশের নৌবাহিনী এই প্রহরার ব্যবস্থা করেছে। যা দু দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। জলপথে মাদকদ্রব্যের চোরাচালান, জলদস্যুদের অত্যাচার, সশস্ত্র ডাকাতি প্রতিরোধে এই ধরনের প্রহরা কাজে লাগে।
ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৩১-তম প্রহরা দু'দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো নিবিড় করবে বলে আশা করা যায়।

CG/ SB

 


(Release ID: 1725702) Visitor Counter : 226


Read this release in: English