অর্থমন্ত্রক

১৭টি রাজ্যের জন্য রাজস্ব ঘাটতি বাবদ অনুদানের ৯,৮৭১ কোটি টাকা দেওয়া হয়েছে

Posted On: 09 JUN 2021 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯ জুন, ২০২১

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তর মঙ্গলবার রাজস্ব আদায়ের ঘাটতি সামাল দিতে অনুদান হিসেবে ১৭টি রাজ্যকে ৯,৮৭১ কোটি টাকা দিয়েছে।
তৃতীয় কিস্তিতে এই টাকা দেওয়া হয়েছে । বর্তমান অর্থবর্ষে রাজ্যগুলিকে রাজস্ব আদায়ের ঘাটতির ফলে উদ্ভূত পরিস্থিতিতে অনুদান হিসেবে মোট ২৯,৬১৩ কোটি টাকা দেওয়া হল।
কেন্দ্র সংবিধানের ২৭৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজস্ব ঘাটতি মেটাতে অনুদান দিয়ে থাকে। রাজ্যগুলির রাজস্ব আদায়ের ঘাটতির পরবর্তী পরিস্থিতির কথা বিবেচনা করে অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি মাসে অনুদানটি দেওয়া হয়। পঞ্চদশ অর্থ কমিশন এই অনুদান হিসেবে ১৭টি রাজ্যকে সাহায্যের কথা বলেছে। এই রাজ্যগুলি হল : অন্ধ্রপ্রদেশ, আসাম, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গ। রাজস্ব বাবদ যে অর্থ পাওয়ার কথা তার সঙ্গে রাজ্যগুলির ব্যয়ের পার্থক্যের ওপর ভিত্তি করে অর্থ কমিশন অনুদানের পরিমাণ নির্ধারণ করে।
২০২১-২২ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশন রাজস্ব ঘাটতির কারণে অনুদান হিসেবে ১৭টি রাজ্যের জন্য মোট ১,১৮,৪৫২ কোটি টাকা দিতে সুপারিশ করেছে। পশ্চিমবঙ্গ জুন মাসে ১৪৬৭ কোটি ২৫ লক্ষ টাকা এবং এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৪০১ কোটি ৭৫ লক্ষ টাকা পেয়েছে। ত্রিপুরা জুন মাসে ৩৭৮ কোটি ৮৩ লক্ষ টাকা পেয়েছে। বর্তমান অর্থবর্ষে এ পর্যন্ত ত্রিপুরার প্রাপ্তি ১১৩৬.৪৯ কোটি টাকা। আসাম জুন মাসে ৫৩১ কোটি ৩৩ লক্ষ টাকা পেয়েছে। এপ্রিল থেকে এ পর্যন্ত আসাম এ বাবদ ১৫৯৩ কোটি ৯২ লক্ষ টাকা পেয়েছে।

CG/CB/NS



(Release ID: 1725692) Visitor Counter : 189


Read this release in: English