আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)- এর মাধ্যমে ৩.৬১ লক্ষ গৃহনির্মাণের পরিকল্পনায় অনুমোদন

प्रविष्टि तिथि: 09 JUN 2021 6:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জুন, ২০২১

কেন্দ্রীয় সরকার ৭০৮ টি প্রস্তাবের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলের জন্য ৩.৬১ লক্ষ গৃহনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৮ জুন এই অনুমোদন পাওয়া গেছে। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( শহরাঞ্চল)-এর অধীন কেন্দ্রীয় অনুমোদন এবং তদারকি কমিটি, সিএসএমসি-র বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধিরা অংশ নেন।
এদিনের বৈঠকে মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শংকর মিশ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহরাঞ্চল)-২০২১- একশ দিনের চ্যালেঞ্জ, পুরস্কার চালুর কথা ঘোষণা করেন। এই প্রকল্পে সেরা কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পৌরসভা গুলিকে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হবে।
করোনা জনিত অতিমারির দ্বিতীয় ঢেউয়ের পর সিএসএমসি'র এটাই ছিল প্রথম বৈঠক।
বর্তমানে এই প্রকল্পে ১১২.৪ লক্ষ গৃহ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ৮২.৫ লক্ষ গৃহের কাজ চলছে এবং ৪৮.৩১ লক্ষ গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। এই প্রকল্প খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ৭.৩৫ লক্ষ কোটি টাকা।

CG/SB

 


(रिलीज़ आईडी: 1725685) आगंतुक पटल : 365
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English