স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সার্বিক টিকাকরণের লক্ষ্য অর্জনে নতুন করে টিকার বরাত দেওয়া হয়েছে

২৫ কোটি কোভিশিল্ড এবং ১৯ কোটি কোভ্যাক্সিন টিকার ডোজ কেনা হবে

Posted On: 08 JUN 2021 9:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ জুন, ২০২১

কেন্দ্রীয় সরকার সার্বিক টিকাকরণের লক্ষ্যে গত ১৬-ই জানুয়ারী থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সঙ্গে নিয়ে কার্যকরি টিকাদান অভিযান শুরু করেছে । এরই অঙ্গ হিসেবে গত পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রাপ্ত বয়স্কদের জন্য টিকাকরণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার । এখন দেশব্যাপী ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ।
এরই অঙ্গ হিসেবে গতকাল প্রধানমন্ত্রী জাতীয় টিকাকরণ অভিযান কর্মসূচির নির্দেশিকা পরিবর্তনের কথা ঘোষণা করেন । এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে ২৫ কোটি কোভিশিল্ড এবং ভারত বায়োটেককে ১৯ কোটি কো-ভ্যাকসিন টিকার ডোজ সরবরাহের বরাত দিয়েছে ।
এই মোট ৪৪ কোটি কোভিড টিকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে । পাশাপাশি উভয় কোভিড টিকা কেনার জন্য আগাম ৩০ শতাংশ টাকা ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে ।

CG/SS/RAB



(Release ID: 1725451) Visitor Counter : 262


Read this release in: English