PIB Headquarters

কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র প্রতিবেদন

Posted On: 08 JUN 2021 9:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ জুন, ২০২১

কোভিড -১৯ টিকাকরণের বিষয়ে সর্বশেষ তথ্য
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৪ কোটি ৬৫লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। তবে নমুনা পরীক্ষা, সংক্রমিতদের শনাক্ত করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ কোভিড আচরণবিধিও মেনে চলতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে নিজেরাও কোভিড টিকা সংগ্রহ করতে পারে।
দ্রুততার সঙ্গে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় পয়লা মে থেকে শুরু হয়েছে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৫০ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্র এ পর্যন্ত ২৪,৬৫,৪৪,০৬০টি টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। এরমধ্যে খরচ হয়েছে ২৩,৪৭,৪৩,৪৮৯ টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১,১৯,৪৬,৯২৫ টি টিকার ডোজ আছে।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725240
কোভিড ১৯ টিকাকরণ সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর
কোভিড টিকাকরণ সম্পর্কে নানান ধরণের প্রশ্নগুলি প্রায়শই উঠে আসছে । রবিবার ৬-ই জুন ডিডি নিউজের কোভিড ১৯ টিকাকরণ সম্পর্কিত বিশেষ অনুষ্ঠানে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়া নানান ধরণের প্রশ্নগুলির জবাব দিয়েছেন ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725244
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন
কেন্দ্র ১৮ বছরের ঊর্দ্ধে সব ভারতীয়কে বিনামূল্যে টিকা দেবে
টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যগুলির ওপর ছিল কেন্দ্র এখন তা পালন করবে : প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় সরকার টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে মোট উৎপাদিত টিকার ৭৫ শতাংশ সংগ্রহ করবে এবং রাজ্যগুলিকে তা বিনামূল্যে দেবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ দীপাবলি পর্যন্ত বাড়ানো হল : প্রধানমন্ত্রী
নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাবেন : প্রধানমন্ত্রী
গত ১০০ বছরে করোনা সবথেকে ভয়াবহ বিপর্যয় : প্রধানমন্ত্রী
আগামীদিনে টিকা সরবরাহের পরিমাণ বাড়বে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নতুন টিকা উদ্ভাবনের বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়েছেন
শিশুদের টিকাকরণ এবং নাসারন্ধ্র দিয়ে টিকাকরণ পরীক্ষা-নিরীক্ষা স্তরে রয়েছে : প্রধানমন্ত্রী
যারা টিকাকরণ নিয়ে মানুষকে আতঙ্কিত করছেন তারা আসলে জীবন নিয়ে ছেলেখেলা করছেন
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725113
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বিস্তারিত বক্তব্য জানার জন্য ক্লিক করুন নিম্নলিখিত লিঙ্কে
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725133
সার্বিক টিকাকরণের লক্ষ্য অর্জনে নতুন করে টিকার বরাত দেওয়া হয়েছে
২৫ কোটি কোভিশিল্ড এবং ১৯ কোটি টিকার ডোজ কেনা হবে
কেন্দ্রীয় সরকার সার্বিক টিকাকরণের লক্ষ্যে গত ১৬-ই জানুয়ারী থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সঙ্গে নিয়ে কার্যকরি টিকাদান অভিযান শুরু করেছে । এরই অঙ্গ হিসেবে গত পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রাপ্ত বয়স্কদের জন্য টিকাকরণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার । এখন ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের দেশব্যাপী টিকাকরণের লক্ষ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ।
এরই অঙ্গ হিসেবে গতকাল প্রধানমন্ত্রী জাতীয় টিকাকরণ অভিযান কর্মসূচির নির্দেশিকা পরিবর্তনের কথা ঘোষণা করেন । এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে ২৫ কোটি কোভিশিল্ড এবং ভারত বায়োটেককে ১৯ কোটি কো-ভ্যাকসিন টিকার ডোজ সরবরাহের বরাত দিয়েছে ।
এই মোট ১৯ কোটি কোভিড টিকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে । পাশাপাশি উভয় কোভিড টিকা কেনার জন্য আগাম ৩০ শতাংশ টাকা ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725339
কোভিড ১৯ সংক্রমণের পরবর্তী ঢেউয়ে এখনও পর্যন্ত শিশুদের গুরুতর ভাবে সংক্রমিত হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি
কোভিড ১৯ অতিমারির পরবর্তী ঢেউয়ে শিশুদের মধ্যে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে বেশকিছু তথ্য প্রকাশিত হয়েছে । এটি সম্পূর্ণ ভুল । ভারত বা বিশ্বব্যাপী কোভিড ১৯ পরবর্তী ঢেউয়ে শিশুরা আক্রান্ত হবে এমন কোন তথ্য নেই । পিআইবি আয়োজিত দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন দিল্লি এইমস-এর অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়া ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725366
টোকিও অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রশিক্ষণের অঙ্গ হিসেবে শিক্ষাগত উদ্দেশ্যে বা কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের টিকা দেওয়ার জন্য কেন্দ্র স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে
টিকা প্রক্রিয়ায় গতি আনতে এবং এই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে কেন্দ্রীয় সরকার অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে । এরই অঙ্গ হিসেবে টোকিও অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রশিক্ষণের অঙ্গ হিসেবে শিক্ষাগত উদ্দেশ্যে বা কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের টিকা দেওয়ার জন্য কেন্দ্র স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725122
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং কোভিড ১৯ সংক্রমণের জেরে মৃত সরকারি কর্মীদের পরিবারবর্গের পেনশন দ্রুত ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং কোভিড ১৯ সংক্রমণের জেরে মৃত সরকারি কর্মীদের পরিবারবর্গের পেনশন দ্রুত ছাড়ার জন্য পেনশন ও পেনশনার্স কল্যাণ দফতরকে নির্দেশ দিয়েছেন ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725364
অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ২৬,৮৯১ মেট্রক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে
ভারতীয় রেল দেশের বিভিন্ন প্রান্তে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহের কাজ অব্যাহত রেখেছে । এপর্যন্ত রেল ১,৫৬৭টি ট্যাঙ্কারের মাধ্যমে ২৬,৮৯১ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725090
ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন ফার্মাকোলজিক্যাল- গুলির চেয়ে প্রাকৃতিক উপায়ে শারীরিক সক্ষমতা বৃদ্ধি বেশি উপকারি
বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের অনুষ্ঠানে গতকাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, কোভিড ১৯ অতিমারির সময়ে প্রত্যেক নাগরিকের সুসম খাদ্যের প্রয়োজন । তিনি বলেন, ফার্মাকোলজিক্যাল-গুলির চেয়ে প্রাকৃতিক উপায় শারীরিক সক্ষমতা বৃদ্ধি বেশি উপকারি ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725084
বারাণসী বিমানবন্দরের মাধ্যমে ১,৮০০ কেজিরও বেশি টিকা সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে
কোভিড রোগী, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য বারাণসী বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এই বিমানবন্দরের মাধ্যমে ১,৮০০ কেজিরও বেশি টিকা সরবরাহ করা হয়েছে ।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725119
পিআইবি-র আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য –
মহারাষ্ট্র – রাজ্যে আরোগ্যের হার ৯৫.২৫ শতাংশ । ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,২১৯ জন । মারা গেছেন ১৫৪ জন ।
গুজরাট – সোমবার নতুন করে ৭৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ১১ জন । রাজ্যে ২৪ ঘন্টায় ২,৫৯,১৯২ জনকে টিকা দেওয়া হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট ১,৮৬,৫৫,৮৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে ।
রাজস্থান – রাজ্যে দ্বিতীয় পর্যায়ে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে । বেশকিছু ছাড় দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় । তবে, বাইরে থেকে রাজস্থানে আসা যাত্রীদের জন্য ৭২ ঘন্টা আগে আিটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে আসতে হবে ।
মধ্যপ্রদেশ – নতুন করে ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ৩২ জন ।
ছত্তিশগড় – রাজ্যে আরও ১,৩৫৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ৩০ জন । ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫১২ জন ।
গোয়া – ২৪ ঘন্টায় ২,৭৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৪১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ১৩ জন ।
কেরালা – এপর্যন্ত মোট ১,০৫,৩০,৯৮১ জনকে টিকা দেওয়া হয়েছে ।
তামিলনাড়ু – এপর্যন্ত ১,০১,১৯,৫৮২ জনকে টিকা দেওয়া হয়েছে । সোমবার ১৯,৪৪৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ।
কর্নাটক – ২৪ ঘন্টায় আরও ১১,৯৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ৩১ জন ।
অন্ধ্রপ্রদেশ – সোমবার ৪,৮৭২ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ৮৬ জন । মোট ১,০৯,৯২,৩১৭ জনকে টিকা দেওয়া হয়েছে ।
তেলেঙ্গানা – ২৪ ঘন্টায় আরও ১,৯৩৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আর ১৬ জন ।
অসম – ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে । নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৮০৪ জন ।
মণিপুর – ২৪ ঘন্টায় ৪,৯৮৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ১৫ জন । মোট ৪,২৩,০৭২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ।
মেঘালয় – নতুন করে ৪৩৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন । মারা গেছেন আরও ৫ জন ।
সিকিম – রবিবার ৭০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৫৯ জনের কোভিড ধরা পড়েছে ।
ত্রিপুরা – ২৪ ঘন্টায় ২৩৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন । মারা গেছেন আরও ৮ জন ।
নাগাল্যান্ড – সোমবার কোভিডে আরও ৩ জনের মৃত্যু হয়েছে । মারা গেছেন ১৪৫ জন ।
পাঞ্জাব – রাজ্যে মোট পরিক্ষিত রোগীর সংখ্যা ৫,৮০,৮২৯ জন । মোট মৃত্যু হয়েছে ১৫,১৬০ ।
হরিয়ানা – এপর্যন্ত মোট ৭,৬২,৯৩১ জনের পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়েছে । এখনও পর্যন্ত ৬০৬০২৭৮ জনকে টিকা দেওয়া হয়েছে ।
চন্ডীগড় – মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬০,৭০৭ । এপর্যন্ত ৭৭৪ জনের মৃত্যু হয়েছে ।
হিমাচলপ্রদেশ – মোট সক্রিয় রোগীর সংখ্যা ১,৯৫,৭৫৫ জন । এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,২৯৯ জনের ।

CG/SS/RAB



(Release ID: 1725447) Visitor Counter : 253


Read this release in: English