স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কে যেসব প্রশ্ন বারেবারে উঠে আসে

এলার্জিতে যারা ভোগেন তাঁরা কি টিকা নিতে পারেন?
অন্তঃসত্ত্বা মহিলারা কি কোভিড-১৯ টিকা নিতে পারেন? যেসব মহিলারা শিশুদের স্তন্যপান করান তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে?
টিকা নেওয়ার পর শরীরে কি যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়?
কোভিডে আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যায়?

Posted On: 08 JUN 2021 7:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জুন, ২০২১

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কে যেসব প্রশ্ন বারেবারে উঠে আসে, তার মধ্যে রয়েছে-
এলার্জি থাকলে টিকা নেওয়া যায় কিনা,
অন্তঃসত্ত্বা মহিলারা টিকা নিতে পারেন কিনা,
যেসব মায়েরা শিশুদের স্তন্যপান করান তাঁরা টিকা নিতে পারেন কিনা,
টিকা নিলে শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় কিনা,
টিকা দিলে রক্ত জমাট বাঁধা কি সাধারণ বিষয়,
কোভিডে আক্রান্ত হলে কতদিন পর টিকা নেওয়া যেতে পারে, এসব।
সাধারণ মানুষের এসব প্রশ্নগুলির উত্তর দিয়েছেন নীতি আয়োগ-এর সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভিকে পাল এবং দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া। গত রবিবার, ৬ জুন ডিডি নিউজে এই বিশেষ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে।
এলার্জিতে যারা ভোগেন তারা কি করোনার প্রতিষেধক টিকা নিতে পারেন?
ডাক্তার পাল- চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা নেওয়া যেতে পারে। তবে সাধারন এলার্জি যেমন ঠান্ডা লাগা বা ত্বকে এলার্জি, প্রভৃতি ক্ষেত্রে টিকা নেওয়া যেতে পারে।
ডাক্তার গুলেরিয়া- এলার্জির যথাযথ ওষুধ সেবনের পরেও ভ্যাকসিন নেওয়া যেতে পারে।
অন্তঃসত্ত্বা মহিলারা কি টিকা নিতে পারেন?
ডাক্তার পাল- বর্তমান নির্দেশিকা অনুযায়ী, অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দেওয়া যায় না।
যদিও করোনার অনেক টিকা রয়েছে যেগুলো অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে নিরাপদ। অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই নতুন করে চিন্তাভাবনা করা হবে।
ডাক্তার গুলেরিয়া-অনেক দেশে অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে, কোভ্যাকসিন এবং কোভি শিল্ড সম্পর্কে খুব শীঘ্রই বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
যেসব মহিলারা শিশুদের স্তন্যপান করান, তাঁরা কি টিকা নিতে পারেন?
ডাক্তার পাল- এ বিষয়ে পরিষ্কার নির্দেশনায় বলা হয়েছে যে যেসব মহিলারা শিশুদের স্তন্যপান করান, তাদের ক্ষেত্রে টিকা অবশ্যই নিরাপদ। এ বিষয়ে ভয়ের কোন কারণ নেই। টিকা নেওয়ার আগে ও পরে শিশুকে স্তন্যপান করানো যেতে পারে।
করোনা প্রতিষেধক টিকা নেওয়ার পর শরীরে কি অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে তৈরি হয়?
ডাক্তার গুলেরিয়া- এটা এভাবে বিচার করা যায় না। তবে, টিকা নেওয়ার ফলে শরীরে অবশ্যই সংক্রমণ ক্ষমতা তৈরি হয়। সে কোভ্যাকসিন হোক বা কোভিশিল্ড অথবা স্পুটনিক ফাইভ, যাই হোক না কেন। সবগুলোই কমবেশি সমান।
ডাক্তার পাল- টিকা নেওয়ার পর কোন কোন ব্যক্তি অ্যান্টিবডি পরীক্ষা করাচ্ছেন। এটা একদমই ঠিক নয়। কেননা এই অ্যান্টিবডি একা কিন্তু শরীরের সংক্রমণ ক্ষমতা কতটা তা চিহ্নিত করতে পারে না।
টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধা কি সাধারন ব্যাপার?
ডাক্তার পাল- সামান্য কয়েকটি ক্ষেত্রে এই ধরনের জটিলতার সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে অ্যাস্ট্রা-জেনিকা টিকা নেওয়ার পর। এই ধরনের ঘটনা ইউরোপে দেখা গেছে।
করোনায় আক্রান্ত হওয়ার পর কতদিন বাদে টিকা নেওয়া উচিত?
ডাক্তার গুলেরিয়া- সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে যে কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সেরে ওঠার দিন থেকে তিন মাস বাদে সে টিকা নিতে পারবে।

CG/ SB

 


(Release ID: 1725396) Visitor Counter : 6180


Read this release in: English