শিল্পওবাণিজ্যমন্ত্রক

পূর্বাঞ্চল থেকে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ২৪ মেট্রিক টন চিনাবাদাম পশ্চিমবঙ্গ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে

Posted On: 08 JUN 2021 7:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জুন, ২০২১

ভারতের পূর্বাঞ্চল থেকে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গ থেকে ২৪ মেট্রিক টন চিনাবাদাম নেপালে রপ্তানি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা ভারত সরকারের অধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য দ্রব্য রপ্তানি উন্নয়ন সংস্থা, অ্যাপেডা, নিবন্ধিত কলকাতার লাধুরাম প্রোমোটার প্রাইভেট লিমিটেড- এর মাধ্যমে এই চিনাবাদাম রপ্তানি করেছে। মূলত ভারতের গুজরাট এবং রাজস্থান থেকে সর্বাধিক পরিমাণ চীনাবাদাম বিদেশে রপ্তানি করা হয়। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে এই চিনাবাদাম রপ্তানির ফলে রপ্তানি ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে।
ভারত থেকে ২০২০-২১ আর্থিক বছরে ৬.৩৮ লক্ষ টন চিনাবাদাম রপ্তানি করা হয়েছে যারা আর্থিক পরিমান ৫৩৮১ কোটি টাকা। এই বাদাম মূলত ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিনস, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, রাশিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপালের রপ্তানি করা হয়েছে। অ্যাপেডা নিবন্ধিত সংস্থাগুলি ছাড়পত্র দেওয়ার পরেই রপ্তানি প্রক্রিয়া জারি রাখতে পারে। এজন্য সংশ্লিষ্ট পরীক্ষাগার থেকে বিশেষ সংশাপত্র নিতে হয়।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী তৈল ও বীজ উৎপাদনের তৃতীয় অগ্রিম অনুমান হিসেবে ২০২০-২১ আর্থিক বছরে বাদাম উৎপাদনের পরিমাণ ১০১.১৯ লক্ষ টন ধরা হয়েছে। যা ২০১৯-২০ আর্থিক বছরে ৯৯.৫২ লক্ষ মেট্রিক টন ছিল।
এদেশে গুজরাটে সবচেয়ে বেশি চিনা বাদাম উৎপাদন হয়। এরপরেই রয়েছে রাজস্থান, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। বাদাম উৎপাদন খরিফ এবং রবি উভয় মরশুমে হয়। তবে খরিফ মরশুমে উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের চেয়ে ৭৫ শতাংশ বেশি।

CG/ SB

 


(Release ID: 1725394) Visitor Counter : 1070


Read this release in: English