ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

গতবছরের এই সময়ের তুলনায় এবার ১২.১৪ শতাংশ অতিরিক্ত গম সংগ্রহ করা হয়েছে

গম সংগ্রহের ফলে ৪৪.১২ লক্ষ কৃষক উপকৃত হবেন

Posted On: 07 JUN 2021 11:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুন, ২০২১

বর্তমান রবি মরশুমে বিভিন্ন রাজ্য থেকে গম সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং জম্মু-কাশ্মীর। গত জুন ২০২১ পর্যন্ত কৃষকদের কাছ থেকে ৪১৬.৪৪ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। এবার যা সর্বোচ্চ। গতবার সর্বোচ্চ পরিমাণ ছিল ৩৮৯.৯২ লক্ষ মেট্রিক টন। এই গম সংগ্রহের ফলে এ বছর ৪৫.৫৬ লক্ষ কৃষক উপকৃত হবেন। ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৮২,২৪৭.৫১ কোটি টাকা।
বর্তমান খরিফ মরশুমে ধান সংগ্রহের কাজও সুষ্ঠুভাবে চলছে। বিভিন্ন রাজ্য থেকে এ পর্যন্ত ৮০৮.৪২ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এর ফলে ১১৯.৮৮ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। ধানের ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ দাঁড়িয়েছে ১,৫২,৬৩০.০৯ কোটি টাকা। ধান সংগ্রহের পরিমাণ এবছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

CG/SB

 



(Release ID: 1725213) Visitor Counter : 219


Read this release in: English