আইনওবিচারমন্ত্রক

সুপ্রিম কোর্টের ই-কমিটি আদালতে বিচার প্রক্রিয়ার লাইভ স্ক্রিনিং এবং রেকর্ডিং-এর জন্য খসড়া আদর্শনীতি প্রকাশ করেছে : সংশ্লিষ্ট সকলের কাছ এ বিষয়ে থেকে মতামত চাওয়া হচ্ছে

বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমন্বয় ও আরও বেশি মানুষ যাতে এর সুযোগ পান সেটি নিশ্চিত করাই খসড়া আদর্শনীতির মূল উদ্দেশ্য

प्रविष्टि तिथि: 07 JUN 2021 11:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৭ জুন, ২০২১

সুপ্রিম কোর্টের বৈদ্যুতিন কাজকর্ম সংক্রান্ত কমিটি বা ই-কমিটি আদালতে বিচার প্রক্রিয়ার লাইভ স্ক্রিনিং এবং রেকর্ডিং-এর জন্য খসড়া আদর্শনীতি প্রকাশ করেছে । সংশ্লিষ্ট সকলের কাছ থেকে আদালতে বিচার প্রক্রিয়ার লাইভ স্ক্রিনিং এবং রেকর্ডিং-এর জন্য খসড়া আদর্শনীতির বিষয়ে মতামত চাওয়া হচ্ছে। এই খসড়াটি দেখতে হলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন
https://ecommitteesci.gov.in/document/draft-model-rules-for-live-streaming-and-recording-ofcourt-proceedings/। ই-কমিটি কেন্দ্রীয় বিচার দপ্তরের সঙ্গে ভারতীয় বিচার ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের জন্য কাজ করে চলেছে- যা জাতীয় নীতির অঙ্গ।
এই খসড়া সম্পর্কে যেকোন পরামর্শ ও মতামত ৩০ জুনের মধ্যে mailto:ecommittee@aij.gov.in ই-মেল ঠিকানায় পাঠাতে হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ই-কমিটির চেয়ারপার্সন ডঃ ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় সব হাই কোর্টের প্রধান বিচারপতিদের কাছে এই খসড়ার বিষয়ে মতামত চেয়ে পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী আদালতে বিচার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার সুযোগ সকলে পাবেন। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমন্বয় ও আরও বেশি মানুষ যাতে এর সুযোগ পান সেটি নিশ্চিত করা খসড়া আদর্শনীতির মূল উদ্দেশ্য। এর ফলে সাধারণ নাগরিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষাবীদ এবং আইনের ছাত্রছাত্রীরা আদালতে সরাসরি বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন, যা অনেক সময় ভৌগলিক বা পরিকাঠামোগত কারণে সম্ভব হয়ে ওঠেনা।
লাইভ স্ক্রিনিং-এর আদর্শনীতি তৈরিতে বম্বে, দিল্লী, ম্যাড্রাস ও কর্ণাটক হাই কোর্টের বিচারপতিদের একটি সাব-কমিটি তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টে ২০১৮ সালে স্বপ্নীল ত্রিপাঠির সঙ্গে সর্বোচ্চ আদালতের একটি মামলায় বাদী, বিবাদী ও সাক্ষীদের গোপনীয়তা ও আস্থা সংক্রান্ত যে নীতি ঘোষিত হয়েছিল তার প্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে কিছু কিছু মামলার বিচার প্রক্রিয়া সংরক্ষিত করে রাখা থাকে। নতুন এই উদ্যোগের ফলে সার্বিক ভাবে একটি সুষম নিয়ন্ত্রক ব্যবস্থা কার্যকর হবে।

CG/CB /NS


(रिलीज़ आईडी: 1725212) आगंतुक पटल : 289
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English