অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন পরিকাঠামো পরিকল্পনা নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করেছেন

Posted On: 04 JUN 2021 8:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুন, ২০২১

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারতমন আজ এক ভার্চুয়াল বৈঠকে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে পরিকাঠামো পরিকল্পনা সম্পর্কিত এক বৈঠকে পৌরোহিত্য করেন। বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সঙ্গে এটি ছিল অর্থমন্ত্রীর চতুর্থ পর্যালোচনা বৈঠক। ২০২১-২২-এর সাধারণ বাজেট পেশ করার পর পরিকাঠামো পরিকল্পনা সম্পর্কে এটি ছিল তাঁর এধণের দ্বিতীয় বৈঠক। বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির মূলধন খাতে ব্যয় পরিকল্পনা, বাজেট প্রস্তাবের রূপায়ণ এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ ত্বরান্বিত করতে বিভিন্ন পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় অর্থ সচিব, অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব, রাষ্ট্রায়ত্ব দপ্তরের সচিব, বিদ্যুৎ মন্ত্রকের সচিব সহ রেল বোর্ডের চেয়ারম্যান ও কার্যনির্বাহী আধিকারিক এবং দুটি রাষ্ট্রায়ত্ব সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টররা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ এবং রেল মন্ত্রকের পাশাপাশি এই দুই মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির মূলধন খাতে ব্যয় নিয়ে পর্যালোচনার সময় অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, মূলধন ব্যয় মহামারী পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দুই মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মূলধন খাতে ধার্য ব্যয়ের বেশি সদ্ব্যবহারের উদ্দেশ্য পূরণে অর্থমন্ত্রী অনুরোধ জানান। শ্রীমতী সীতারমন বলেন, ২০২১-২২ সাধারণ বাজেটে ৫ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা মূলধন খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অবশ্য মূলধন খাতে ব্যয়ের পরিমাণ বাড়াতে রাষ্ট্রয়ত্ব ক্ষেত্রগুলিকেও অনুঘটকের ভূমিকা পালন করতে হবে।
অর্থমন্ত্রী পরিকাঠামো ক্ষেত্রে মূলধন ব্যয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, এই খাতে বাজেট বরাদ্দের অর্থ ব্যয়ের দায়িত্ব কেবল কেন্দ্রীয় সরকারের নয়। সেই সঙ্গে রাজ্য সরকার এবং বেসরকারি ক্ষেত্রগুলিকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। এই লক্ষ্যে বিভিন্ন মন্ত্রক পড়ে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিভিন্ন প্রকল্প রূপায়ণ খাতে সরকারি - বেসরকারি অংশিদারিত্বের বিষয়টি খুঁজে বের করার ব্যাপারে মন্ত্রকগুলিকে আরও সক্রিয় হতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রাপ্য বকেয়া দ্রুত মিটিয়ে দিতে শ্রীমতী সীতারমন মন্ত্রক ও তাদের অধীন রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে অনুরোধ জানান।
বৃহদায়তন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে মূলধন খাতে ব্যয় ত্বরান্বিত করতে অর্থমন্ত্রী রেল এবং বিদ্যুৎ মন্ত্রকের সচিবদের প্রতি অনুরোধ জানান, যাতে ধার্য সময়-সীমার মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যায়। তিনি মন্ত্রকগুলিকে নিয়মিত ভাবে প্রকল্প ভিত্তিক কাজের অগ্রগতি পর্যালোচনার কথা বলেন। রাজ্য সরকারগুলিকেও প্রকল্পের দ্রুত রূপায়ণে সামিল করার পরামর্শ দেন তিনি। শ্রীমতী সীতারমন বলেন, অন্যান্য মন্ত্রক ও দপ্তরের সঙ্গেও এধরণের পর্যালোচনা বৈঠক অব্যাহত থাকবে।

CG/BD/AS



(Release ID: 1724531) Visitor Counter : 167


Read this release in: English