প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর পৌরোহিত্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পর্ষদ প্রায় ৪৩০০০ কোটি টাকা ব্যয়ে ৬টি ডুব জাহাজ নির্মাণে প্রস্তাবের জন্য অনুরোধ (আরএফপি)-এ অনুমোদন দিয়েছে

Posted On: 04 JUN 2021 7:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুন, ২০২১

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর পৌরোহিত্যে আজ প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পর্ষদ(ডিএসি)-এর এক বৈঠক বসে । এই বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও পরিচালন প্রয়োজনীয়তার জন্য বিভিন্ন সরঞ্জামের জন্য প্রায় ৬০০০ কোটি টাকা মূলধনী ব্যয় সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে ।
এছাড়াও ডিএসি কৌশলগত অংশীদারিত্ব মডেল হিসেবে প্রকল্প পি৭৫(আই)-এর আওতায় ৬টি ডুব জাহাজ নির্মাণে প্রস্তাবের জন্য অনুরোধ (আরএফপি)-এ অনুমোদন দেওয়া হয়েছে। এটি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মধ্যে একটি অন্যতম বৃহত্তম প্রকল্প । কৌশলগত দিক থেকে এই প্রকল্প প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপর বর্তমানের নির্ভরতা হ্রাস করবে এবং দেশীয় উৎপাদন ক্ষেত্রে উৎসাহ যোগাবে ও আত্মনির্ভর গড়ে তোলার পথ সুনিশ্চিত হবে ।
এই অনুমোদনের সঙ্গে সঙ্গে ভারত ডুব জাহাজ নির্মাণে জাতীয় দক্ষতা অর্জন করবে । এর ফলে দেশে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে । ভারতীয় সেনা বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে আধুনিক অ্যান্টি-এয়ারক্রাফট বন্দুকের প্রয়োজন ছিল । এগুলি কেবলমাত্র বিদেশী সংস্থাই তৈরি করত এবং এতধিন সেখান থেকেই ভারত কিনত । কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে বিশেষ জোর দিয়েছে । এর ফলে ভারতের প্রায় কয়েক ডজন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা উৎসাহ পেয়েছে । তারা সকলেই ভারতীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে জটিল এই বন্দুক তৈরি করবে।তাই ডিএসি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও তৈরি বিভাগের আওতায় প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে অ্যান্টি-এয়ারক্রাফট বন্দুক এবং গোলাবারুদ কেনারও অনুমোদন দিয়েছে । এছাড়াও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও ভবিষ্যতের যে কোন রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত করে তুলতে বিশেষ জোর দেওয়া হয়েছে ।

CG/SS/RAB


(Release ID: 1724489) Visitor Counter : 243


Read this release in: English