তথ্যওসম্প্রচারমন্ত্রক

সাধারণ বিনোদনমূলক চ্যানেলে জাতীয় হেল্পলাইন নম্বরগুলি প্রচারের পরামর্শ

Posted On: 03 JUN 2021 8:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ জুন, ২০২১

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সমস্ত বেসরকারি সাধারণ বিনোদনমূলক(সংবাদ নয় এমন) টেলিভিশন চ্যানেলে নিম্নলিখিত জাতীয় হেল্পলাইন নম্বরগুলি টিকার বা অন্য উপযুক্ত পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সময়(প্রাইমটাইম)-এ নিয়মিত ব্যবধানে সচেতনতা গড়ে তুলতে আরও বেশি প্রচারের জন্য আজ এক পরামর্শ জারি করেছে । জাতীয় স্তরের এই হেল্পলাইন নম্বরগুলি হল –

১০৭৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর

১০৯৮

নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন নম্বর

১৪৫৬৭

সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রবীণ নাগরিক সহায়তা নম্বর

(জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ড)

০৮০৪৬১১০০০৭

মনস্তাত্বিক সহায়তার জন্য নিমহ্যান্স প্রতিষ্ঠানের হেল্পলাইন নম্বর

১৪৪৪৩

কোভিড ১৯ পরামর্শের জন্য আয়ুষ হেল্পলাইন

৯০১৩১৫১৫১৫

MyGov হোয়াটসঅ্যাপ হেল্পডেস্ক

সাধারণ মানুষের সুবিধার্থে সরকার জাতীয় স্তরের এই হেল্পলাইন নম্বরগুলি চালু করেছে ।

বেসরকারি টিভি চ্যানেলগুলিকে এই পরামর্শে আরও উল্লেখ করা হয়েছে কোভিড চিকিৎসা বিধি, কোভিড আদর্শ আচরণ এবং টিকাকরণ – গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করে তোলার জন্য সরকার গত কয়েকমাস ধরে মুদ্রণ, টেলিভিশন, বেতার এবং সামাজিক মাধ্যমে জাতীয় স্তরে হেল্পলাইন নম্বরগুলি সম্পর্কে ব্যাপক প্রচার চালিয়ে আসছে ।

কোভিড চিকিৎসা বিধি, কোভিড আদর্শ আচরণ এবং টিকাকরণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও তথ্যাভিজ্ঞ করে তুলে বর্তমান অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের যাবতীয় প্রচেষ্টায় বেসরকারি টিভি চ্যানেলগুলির এই উদ্যোগ পরিপূরক ভূমিকা পালন করতে পারে । নিঃসন্দেহে এই কৃতিত্ব বেসরকারি টিভি চ্যানেলগুলির প্রাপ্য । এই পরামর্শে বেসরকারি সাধারণ বিনোদনমূলক(সংবাদ নয় এমন) টিভি চ্যানেলগুলিকে সাধারণ মানুষের স্বার্থে জাতীয় স্তরের উপরোক্ত ৪টি হেল্পলাইন নম্বর আরও বেশি করে প্রচারের অনুরোধ করা হয়েছে ।

CG/SS/RAB


(Release ID: 1724174) Visitor Counter : 233


Read this release in: English