প্রধানমন্ত্রীরদপ্তর

অলিম্পিকের জন্য প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক

Posted On: 03 JUN 2021 8:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ জুন, ২০২১

টোকিও অলিম্পিকের বাকি আর ৫০ দিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অলিম্পিক প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন । এই বৈঠকে আসন্ন টোকিও অলিম্পিকের প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করেন আধিকারিকেরা । পর্যালোচনা চলাকালীন এই অতিমারির মধ্যে ক্রীড়াবিদদের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ সুনিশ্চিতকরণ, অলিম্পিক কোটা জিততে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, ক্রীড়াবিদদের টিকা দেওয়া এবং নানান সহায়তা প্রদানের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় ।
আধিকারিকেরা ক্রীড়াবিদ এবং তাদের সাহায্যকারী কর্মীদের টিকাকরণ সম্পর্কে বিস্তারিত জানান । প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে টোকিও অলিম্পিকে যাচ্ছেন এমন প্রতিটি যোগ্য/সম্ভাব্য ক্রীড়াবিদ, সহায়তা কর্মী এবং আধিকারিকদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া উচিত ।
প্রধানমন্ত্রী বলেন যে, তিনি জুলাই মাসে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অলিম্পিক দলটির সঙ্গে কথা বলবেন । তাদের উৎসাহ দেওয়া এবং সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্যই তিনি কথা বলতে চান । প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা আমাদের জাতীয় চরিত্রের হৃদয় এবং আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে একটি শক্তিশালী ও প্রাণবন্ত সংস্কৃতি তৈরি করেছে । তিনি বলেন যে, ১৩৫ কোটি ভারতীয়ের শুভেচ্ছা থাকবে অলিম্পিকে অংশ নেওয়া তরুণদের সঙ্গে । প্রধানমন্ত্রী আরও জানান যে, বিশ্বমঞ্চে নাম উজ্জ্বল করা প্রতিটি তরুণ ক্রীড়াবিদদের দেখে আরও হাজার জন খেলাধুলার প্রতি অনুপ্রাণিত হবেন ।
বৈঠকে আধিকারিকরা জানিয়েছেন যে, অলিম্পিকে অংশ নেওয়ার সময় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে এবং তাদের মনবল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে । তাই প্রতিযোগিতার সময় তাদের বাবা-মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে ।
প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে, মোট ১০০ জন ক্রীড়াবিদ ১১টি ক্রীড়া বিভাগে টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন এবং আরও ২২ জন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন, যার বিশদ বিবরণী জুন মাসের মধ্যে প্রকাশিত হবে । উল্লেখ্য, ২০১৬ সালে রিও ডি জেনিরো-তে মোট ১৯ জন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন । ২৬ জন প্যারা-অ্যাথলেট যোগ্যতা অর্জন করেছেন । আরও ১৬ জন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকে খেলার জন্য যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে ।

CG/SS/RAB


(Release ID: 1724173) Visitor Counter : 247


Read this release in: English