শিল্পওবাণিজ্যমন্ত্রক
২০২০-২১ অর্থবর্ষে ভারত ১১,৪৯,৩৪১ মেট্রিক টন সামুদ্রিক পণ্য রপ্তানি করেছে
Posted On:
03 JUN 2021 6:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ জুন, ২০২১
কোভিড অতিমারি পরিস্থিতিতেও ভারত ২০২০-২১ অর্থবর্ষে বিদেশের বাজারে ৪৩,৭১৭.২৬ কোটি টাকা মূল্যের ১১,৪৯,৩৪১ মেট্রিক টন সামুদ্রিক পণ্য রপ্তানি করেছে । আমেরিকা, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রথম সারির দেশগুলি ভারত থেকে এই সামুদ্রিক পণ্য কিনেছে । মূলত হিমঘরজাত চিংড়ি, মাছ ইত্যাদি রপ্তানি করেছে ভারত । ২০১৯-২০ অর্থবর্ষে ভারত ৪৬,৬৬২.৮৫ কোটি টাকা মূল্যের ১২,৮৯,৬৫১ মেট্রিক টন সী-ফুড রপ্তানি করেছে ।
সামুদ্রিক পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কে এস শ্রীনিবাস জানিয়েছেন যে, করোনা সংক্রমণকালের প্রথমার্ধে সী-ফুড রপ্তানি ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছিল । তবে, ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই ক্ষেত্রে পুনরুত্থান লক্ষ্য করা গেছে । ভারত বিদেশে সী-ফুড রপ্তানি করে মোট যে পরিমাণ অর্থ আয় করেছে তার মধ্যে ৫১.৩৬ শতাংশ অর্থ এসেছে হিমঘরজাত চিংড়ি রপ্তানি করে । ভারত থেকে সবথেকে বেশি এই সী-ফুড আমদানি করেছে আমেরিকা । এরপরে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য প্রাচ্যের দেশগুলি । ভারত যে পরিমাণ সী-ফুড রপ্তানি করেছে, তার মধ্যে ১৬.৩৭ শতাংশ হল হিমঘরজাত মাছ । এর ফলে ভারতের যে মোট আয় হয়েছে তার মধ্যে ৬.৭৫ শতাংশ অর্থ এসেছে এখান থেকে ।
CG/SS/RAB
(Release ID: 1724135)
Visitor Counter : 428