শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ন্যূনতম বেতন এবং জাতীয় মজুরি হার নির্ধারণে বিশেষজ্ঞ গোষ্ঠী গঠন করল সরকার

Posted On: 03 JUN 2021 4:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ জুন, ২০২১

 
ন্যূনতম বেতন এবং জাতীয় স্তরে ন্যূনতম মজুরি হার নির্ধারণে কারিগরি সহায়তা ও সুপারিশের জন্য কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক একটি বিশেষজ্ঞ গোষ্ঠী গঠন করেছে। মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়ার দিন থেকে এই গোষ্ঠীর কার্যকালের মেয়াদ হবে তিন বছর।
বিশেষজ্ঞ এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ইনস্টিটিউট অফ ইকনমিক গ্রোথ-এর অধিকর্তা অধ্যাপক অজিত মিশ্র। গোষ্ঠীর অন্যান্য সদস্যরা হলেন আইআইএম কলকাতার অধ্যাপক তরিকা চক্রবর্তী এমসিএইআর প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো ডঃ অনুশ্রী সিনহা, মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী বিভা ভাল্লা এবং ভিভিজিএনএলআই প্রতিষ্ঠানের মহানির্দেশক ডঃ এইচ শ্রীনিবাস। এছাড়াও, মন্ত্রকের শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত প্রবীণ উপদেষ্টা শ্রী ডি পি এস নেগি গোষ্ঠীর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
এই বিশেষজ্ঞ গোষ্ঠী ন্যূনতম বেতন ও জাতীয় স্তরে মজুরি হার সম্পর্কে সরকারকে সুপারিশ দেবে। এই প্রেক্ষিতে ন্যূনতম মজুরি হার নির্ধারণে বিশেষজ্ঞ গোষ্ঠী সেরা আন্তর্জাতিক পন্থাগুলির বিচার-বিশ্লেষণ করে এবং বৈজ্ঞানিক পদ্ধতি মেনে মজুরি হার নির্ধারণের কৌশল স্থির করবে।

CG/BD/DM



(Release ID: 1724070) Visitor Counter : 242


Read this release in: English