স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে দৈনিক নতুন সংক্রমিতের সংখ্যা ১.৩২ লক্ষ
পর পর ৬ দিন নতুন সংক্রমিত ২ লক্ষের কম
পর পর ২ দিন সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষের নিচে, এই সংখ্যা কমে হয়েছে ১৭,৯৩,৬৪৫
পর পর ২০ দিন নতুন সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি
কোভিড মুক্তির হার ৯২.৪৮ শতাংশ
পর পর ৯ দিন দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের কম- ৬.৫৭ শতাংশ
Posted On:
02 JUN 2021 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২ জুন, ২০২১
ভারতে দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৩২,৭৮৮ জন। পর পর ছয় দিন দেশে দৈনিক ২ লক্ষেরও কম সংক্রমিত হয়েছেন।
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ১,০১,৮৭৫ কমে হয়েছে ১৭,৯৩,৬৪৫। দেশে মোট সংক্রমিতের ৬.৩৪ শতাংশ বর্তমানে চিকিৎসাধীন।
পর পর ২০ দিন ভারতে নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ২,৩১,৪৫৬ জন আরোগ্য লাভ করেছেন।
কোভিড মহামারী শুরু হওয়ার পর ২,৬১,৭৯,০৮৫ জন আরোগ্য লাভ করেছেন কোভিড মুক্তির হার ক্রমবর্ধমান- ৯২.৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২০,১৯,৭৭৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৩৫ কোটি ৫৭ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একদিকে যেমন নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সাপ্তাহিক সংক্রমিতের হার কমছে। বর্তমানে এই হার ৮.২১ শতাংশ। পর পর ৯ দিন দৈনিক সংক্রমিতের হার ১০ শতাংশের কম- ৬.৫৭ শতাংশ।
দেশে এ পর্যন্ত ২১,৮৫,৪৬,৬৬৭ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৯৮,৯৯,৫৭৪ জন টিকার প্রথম ডোজ এবং ৬৮,০৩,৮৬৫ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৫৭,৬৩,০৮২ জন প্রথম ডোজ এবং ৮৫,৫৬,৭১৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২,১৩,৭৩,৯৬৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৯,৪৪৩ জন। যাঁদের বয়স ৪৫-৬০ এর মধ্যে তাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬,৭২,১৯,০৯৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,১৮,৬৫,০৪৬ জন। যাঁদের বয়স ৬০এর ওপরে তাঁদের মধ্যে ৫,৯১,৫৫,৭৮০ জন প্রথম ডোজ এবং ১,৮৮,৭০,০৯৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
CG/CB /NS
(Release ID: 1723762)
Visitor Counter : 180