সারওরসায়নমন্ত্রক

সরকার দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধিতে প্রয়াস চালাচ্ছে যাতে কোভিড-১৯ চিকিৎসায় ওষুধের সরবরাহ-চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকে

प्रविष्टि तिथि: 01 JUN 2021 8:34PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০১ জুন, ২০২১

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া আজ জানিয়েছেন যে সরকার দেশীয় উৎপাদন বৃদ্ধিতে ধারাবাহিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে যাতে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সরবরাহ-চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে গত ২১ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৯৮.৭৮ লক্ষ রেমডেসিভির ভায়াল বরাদ্দ করা হয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহের জন্য ১০ গুণ রেমডেসিভির উৎপাদন বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান। এই উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গতি নিয়ে আসার সঙ্গে সঙ্গে জুন মাসের শেষ পর্যন্ত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৯১ লক্ষ ভায়াল সরবরাহের পরিকল্পনা নিয়েছে। তিনি আরও জানান যে সিপলা গত ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত ৪০০ মিলিগ্রামের ১১ হাজার ভায়াল এবং টোকিলিজুমাব-এর ৮০ মিলিগ্রামের ৫০ হাজার ভায়াল আমদানি করেছে। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মে মাসে অনুদানের মাধ্যমে ৪০০ মিলিগ্রামের ১ হাজার ২টি এবং ৮০ মিলিগ্রামের ৫০ হাজার ২৪টি ভায়াল পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, জুন মাসে দেশে মাসে ৮০ মিলিগ্রামের ২০ হাজার ভায়াল এবং ২০০ মিলিগ্রামের ১ হাজারটি ভায়াল আমদানির সম্ভাবনা রয়েছে।
শ্রী গৌড়া জানিয়েছেন যে গত ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার ৬০টি অ্যাম্ফোটেরিসিন-বি -এর ভায়াল বরাদ্দ করা হয়েছে। এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যগুলিকে এই ওষুধ নির্মাতারা ৮১ হাজার ৬৫১টি ভায়াল সরবরাহ করে।
তিনি জানান, কোভিডের চিকিৎসায় ডেক্সামেথেসোন, এনোক্সোপারিন-এর মতো ট্যাবলেটগুলি ব্যবহার করা হয়। তাই এই ধরণের ওষুধের উৎপাদন, সরবরাহ এবং মজুতের অবস্থান বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, এই ধরণের ওষুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ মজুতও রয়েছে।
শ্রী গৌড়া আশ্বাস দিয়েছেন যে ওষুধের চাহিদা পূরণের জন্য সরকার বর্তমান এবং নতুন ওষুধ নির্মাতাদের সঙ্গে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে, যাতে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলি সহজেই পাওয়া যায়।

CG/SS/SKD


(रिलीज़ आईडी: 1723532) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English