বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ককে অনুকরণ করতে পারে এ ধরণের উন্নত কৃত্রিম সাইন্যাপটিক নেটওয়ার্ক তৈরি করেছে

Posted On: 31 MAY 2021 9:19PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩১ মে, ২০২১

মানুষের মস্তিষ্কের বোধ ভিত্তিক কাজকে অনুকরণ করতে পারে এ ধরণের নতুন একটি কৃত্রিম মেধাযুক্ত বিশেষ উপাদান বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন। প্রচলিত প্রযুক্তির চাইতে এই উপাদান আরও বেশি দক্ষ এবং গতিশীল।
আমাদের দৈনন্দিন জীবনে কৃত্রিম মেধা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ইমেল বাছাই করা, বিভিন্ন উত্তর দ্রুততার সঙ্গে দেওয়া থেকে শুরু করে কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম মেধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু কৃত্রিম মেধার ভূমিকাটি অনেকটা চালক বিহীন গাড়ি, বিগ ডেটা নিয়ে কাজ করা অথবা কোনো ছবি দেখে সেটি শনাক্ত করার মত কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের স্নায়ু যেভাবে কাজ করে অনেকটা সে ধরণের একটি যন্ত্র তৈরি করা হয়েছে যে যন্ত্র আসলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করবে। মানুষের মস্তিষ্কে কয়েক কোটি নিউরোন থাকে। এই নিউরোন অ্যাক্সঅন ও ডেনড্রাইটের সঙ্গে যুক্ত থাকে। এগুলি একত্রিত হয়ে সাইন্যাপ্স তৈরি করে। এই জটিল জৈব স্নায়বীয় ব্যবস্থা উন্নতমানের বোধ ভিত্তিক কাজ করতে সাহায্য করে।
সফ্টওয়্যারের সাহায্যে তৈরি করা কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্ক মানুষকে পরাজিত করছে এরকম বিভিন্ন মোবাইল বা ইন্টারনেট গেম দেখা যায়। আবার এই নেটওয়ার্কের সাহায্যে কোভিড-১৯এর মতো মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। ফন নিউমান কম্পিউটারের গঠন অনুযায়ী কৃত্রিম মেধা সংক্রান্ত এই নেটওয়ার্ক পরিচালনায় প্রচুর শক্তির প্রয়োজন হয়। মানুষের মস্তিষ্কে যেখানে দেহের মোট ক্যালোরির মাত্র ২০ শতাংশ ব্যয় হয় যার পরিমাণ ২০ ওয়াট বিদ্যুতের সমতুল সেখানে এ ধরণের কম্পিউটিং ব্যবস্থায় ১০ লক্ষ ওয়াট শক্তির প্রয়োজন হয়। এই বিপুল শক্তির মাধ্যমে মানুষের মস্তিষ্কের অনুকরণে কাজ করা সম্ভব।
এই সমস্যা দূর করতে বিজ্ঞানীরা হার্ডওয়্যার ভিত্তিক একটি সমাধান উদ্ভাবন করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন যেটি ট্রানজিস্টারের মতো মানুষের মস্তিষ্কের সাইন্যাসকে অনুকরণ করবে না। বিজ্ঞানীরা আসলে একটি সাইন্যাপটিক যন্ত্র উদ্ভাবন করার চেষ্টা করছিলেন যা মানুষের জটিল মনস্তাত্বিক আচরণকে অনুকরণ করতে পারে এবং এক্ষেত্রে বাইরের থেকে কোনো সার্কিটের সাহায্যের প্রয়োজনও হবেনা।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ব শাসিত সংস্থা জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের একদল গবেষক একটি সাইন্যাপটিক নেটওয়ার্ক তৈরি করেছেন যার সাহায্যে সহজেই মানুষের মস্তিষ্কের মতো বিভিন্ন কাজ করা যাবে। বিজ্ঞানীরা এই উদ্ভাবনে রুপোর সঙ্গে ন্যানো পার্টিক্যাল ব্যবহার করে জৈব নিউরোন এবং নিউরো ট্রান্সমিটারের মতো উপাদান তৈরি করেছেন। এই উদ্ভাবনের ফলে দেখা গেছে রুপোর ফিল্ম উচ্চ উষ্ণতায় এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে পারছে যার সাহায্যে মানুষের মস্তিষ্কের মতো বিভিন্ন কাজ করা সম্ভব।
বিশেষ ধরণের প্রোগ্রাম করে ইলেক্ট্রিক্যাল সিগন্যালের সাহায্যে স্বল্পমেয়াদী স্মৃতি, দীর্ঘমেয়াদী স্মৃতি, হতাশায় ভোগা, দ্রুত কোনো কিছু শেখা, উৎসাহ তৈরি করে কোনো কিছুকে অনুকরণ করার মতো বিভিন্ন কাজ করতে পারে। এই উদ্ভাবনে যে প্রোটোটাইপ কিট তৈরি করা হয়েছে দেখা গেছে সেটি পাভলভের কুকুরের আচরণের সূত্র মেনে কাজ করছে। বিজ্ঞানীরা স্নায়ু সংক্রান্ত কৃত্রিম মেধার এই উদ্ভাবনকে আরও ভালোভাবে প্রয়োগ করার বিষয়ে উদ্যোগী হয়েছেন।

CG/CB/NS



(Release ID: 1723260) Visitor Counter : 280


Read this release in: English