সারওরসায়নমন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির জন্য অতিরিক্ত আরও ৩০১০০ ভায়েলস এমফোটেরিসিন-বি বরাদ্দ করা হয়েছে- শ্রী ডি ভি সদানন্দ গৌড়া

Posted On: 31 MAY 2021 4:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে, ২০২১

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সংস্থা গুলির জন্য ছত্রাক বিনষ্টকারী ওষুধ এমফোটেরিসিন- বি'র অতিরিক্ত আরও ৩০ হাজার ১০০ টি ভায়েলস বরাদ্দের কথা ঘোষণা করেছেন।
যেসব রাজ্যে এই ওষুধ পাঠানো হবে তার মধ্যে রয়েছে-
১) অন্ধ্রপ্রদেশ-১৬০০
২) আসাম- ৫০
৩) বিহার- ৫০০
৪) চন্ডিগড়- ২৮০
৫) ছত্রিশগড়- ২৬০
৬) দিল্লি-১১৯০
৭) গোয়া- ৫০
৮) গুজরাট- ৫৬৩০
৯) হরিয়ানা-১২০০
১০) হিমাচল প্রদেশ-৫০
১১) জম্বু ও কাশ্মীর-৫০
১২) ঝাড়খন্ড-৭০
১৩) কর্ণাটক-১৯৩০
১৪) কেরালা-৭০
১৫) মধ্যপ্রদেশ-১৯২০
১৬) মহারাষ্ট্র-৫৯০০
১৭) ওড়িশা- ৫০
১৮) পুদুচেরি-৬০
১৯) পাঞ্জাব-৩৪০
২০) রাজস্থান-৩৬৭০
২১) তামিলনাড়ু-৬৮০
২২) তেলেঙ্গানা-১২০০
২৩) ত্রিপুরা-৫০
২৪) উত্তর প্রদেশ-১৭১০
২৫) উত্তরাখণ্ড-২৮০
২৬) পশ্চিমবঙ্গ-৫০
২৭) বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ২২৬০ ভায়েলস
সর্বমোট- ৩০১০০ ভায়েলস সরবরাহ করা হবে।

CG/ SB

 



(Release ID: 1723132) Visitor Counter : 168


Read this release in: English