প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনীর এএলএইচ এমকে III বিমানে মেডিকেল আইসিইউ ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছে

Posted On: 30 MAY 2021 10:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ মে, ২০২১

ভারতীয় নৌবাহিনীর এএলএইচ এমকে III বিমানে হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেডের তৈরি মেডিকেল ইনসেনটিভ কেয়ার ইউনিট (এমআইসিইউ) ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছে । এএলএইচ এমকে III নৌবাহিনীর এই বিমানটিকে সব ধরণের আবহাওয়াতেই কাজে লাগানো যায় । এই ব্যবস্থাপনা স্থাপন করার ফলে ভারতীয় নৌবাহিনী এখন প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতেও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বিমানের মধ্যে পরিষেবা দিতে পারবে ।
এমআইসিইউ-তে দুটি ডিফিব্রিলিটর, মাল্টি প্যারামনিটর, ভেন্টিলেটর, অক্সিজেন সহায়তার পাশাপাশি ইনফিউশন এবং সিরিঞ্জপাম্প রয়েছে। এই ব্যবস্থাপনা ব্যাটারিয়ার মাধ্যমেও ৪ ঘন্টা চলতে পারে । প্রয়োজন হলে বিমানটিকে এয়ার অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করতে ২-৩ ঘন্টার মধ্যেই এই সরঞ্জামগুলি লাগানো যেতে পারে । উল্লেখ্য, হিন্দুস্থান অ্যারেনেটিক্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীকে এই প্রথম এ ধরণের ৮টি এমআইসিইউ ব্যবস্থাপনা সরবরাহ করেছে ।

CG/SS/RAB


(Release ID: 1723022) Visitor Counter : 190


Read this release in: English