স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২২ কোটি ৭৭ লক্ষের বেশি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে
টিকাকরণের জন্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১ কোটি ৮২ লক্ষের বেশি টিকার ডোজ রয়েছে
Posted On:
29 MAY 2021 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মে, ২০২১
দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারত সরকার বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করে আসছে। এছাড়াও, ভারত সরকার সরাসরি টিকা সংগ্রহের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ সুবিধা করে দিয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভারত সরকারের সুসংবদ্ধ কৌশলের এক অন্যতম ভিত্তিই হল টিকাকরণ। এই টিকাকরণ অভিযানের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোভিড আদর্শ আচরণ মেনে চলা, যাতে সংক্রমণ শৃঙ্খল ভেঙে ফেলা যায়।
কোভিড-১৯ টিকাকরণের সম্প্রসারিত তৃতীয় পর্যায়ের সূচনা হয় গত ১ মে। এই পর্যায়ে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির ছাড়পত্রের ভিত্তিতে ভারত সরকার যে কোনও টিকা উৎপাদক সংস্থার কাছ থেকে প্রতি মাসে ৫০ শতাংশ টিকা সংগ্রহ করে থাকে। সংগৃহীত এই টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।
ভারত সরকার এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২২ কোটি ৭৭ লক্ষ ৬২ হাজার ৪৫০টি টিকার ডোজ বিনামূল্যে সরবরাহ করেছে। সরবরাহ করা এই টিকার ডোজের মধ্যে আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০ কোটি ৮০ লক্ষ ৯ হাজার ৩৯৭টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। অবশ্য, ব্যবহৃত এই টিকার ডোজের মধ্যে অপচয় হওয়া টিকার ডোজও রয়েছে। এছাড়াও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ১ কোটি ৮২ লক্ষের বেশি ডোজ রয়েছে। আগামী তিনদিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ৪ লক্ষ ৮৬ হাজার ১৮০টি টিকার ডোজ বিনামূল্যে সরবরাহ করা হবে।
CG/BD/DM
(Release ID: 1722670)
Visitor Counter : 181