স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কমে ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪; গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪২৮
দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজারে পৌঁছে যাওয়ায় গত ৪৫ দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন হয়েছে
দেশে গত দু’দিন নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নিচে
দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ১৬ দিন নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি
জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে ৯০.৮০ শতাংশ
দৈনিক আক্রান্তের হার ৮.৩৬ শতাংশ, যা পরপর পাঁচদিন ১০ শতাংশের নিচে রয়েছে
দেশে নমুনা পরীক্ষার সংখ্যায় লক্ষ্যণীয় অগ্রগতি হয়ে ৩৪ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে
Posted On:
29 MAY 2021 3:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মে, ২০২১
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে আজ দাঁড়িয়েছে ২২ লক্ষ ২৮ হাজার ৫৪০। এই সংখ্যা গত ১০ মে থেকে লাগাতার কমছে। আক্রান্তের সংখ্যায় নিম্নগামী প্রবণতা অব্যাহত থেকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৪২৮টি কমেছে, যা মোট আক্রান্তের কেবল ৮.০৪ শতাংশ।
দেশে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার কমতে থাকায় পরপর ১৩ দিন এই সংখ্যা ৩ লক্ষের নিচে নেমে এসেছে। এমনকি, গত দু’দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কম। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন।
ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা পরপর ১৬ দিন নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। একইভাবে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৮১১টি বেশি।
মহামারী শুরু হওয়ার সময় থেকে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯০.৮০ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ৮০ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ কোটি ১১ লক্ষ।
একদিকে দেশে যেমন নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে, তেমনই সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৯.৮৪ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশ। আক্রান্তের হার লাগাতার কমতে থাকায় দেশে গত পাঁচদিন এই হার ১০ শতাংশের নিচে রয়েছে।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় আজ পর্যন্ত ২০ কোটি ৮৯ লক্ষের বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় দেশ যেখানে টিকাকরণের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ৪৪৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ, ৬৭ লক্ষ ৬০ হাজার ১০ জন দ্বিতীয় ডোজ; কোভিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৫৪ লক্ষ ৬২ হাজার ৮১৩ জন প্রথম ডোজ, ৮৪ লক্ষ ৬৩ হাজার ৬২২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ১৮-৪৪ বছর বয়সী ১ কোটি ৬৭ লক্ষ ৬৬ হাজার ৫৮১ জন প্রথম ডোজ এবং ২৯৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৬ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার ৮৩৩ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৩ লক্ষ ৫২ হাজার ২২৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৮১ লক্ষ ১৫ হাজার ৪৯২ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৮৫ লক্ষ ৪৭ হাজার ৩৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
CG/BD/DM
(Release ID: 1722669)
Visitor Counter : 178