রেলমন্ত্রক

অক্সিজেন এক্সপ্রেস সারা দেশের ১৫টি রাজ্যের ৩৯টি শহরের ৪১টি স্টেশন স্পর্শ করে তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দিয়েছে

Posted On: 28 MAY 2021 7:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ মে, ২০২১

সকল বাধা অতিক্রম করে এবং নতুন সমাধানের পথ অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় রেল বিভিন্ন রাজ্যে তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে । এখনও পর্যন্ত ভারতীয় রেল ১,১৬২টি ট্যাঙ্কারের মাধ্যমে ১৯,৪০৮ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করেছে ।
এ পর্যন্ত অক্সিজেন এক্সপ্রেস সারা দেশের ১৫টি রাজ্যে ৩৯টি শহরের ৪১টি স্টেশন স্পর্শ করে তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দিয়েছে। ইতিমধ্যেই ২৮৯টি অক্সিজেন এক্সপ্রেসের যাত্রাপথ সম্পূর্ণ হয়েছে । এছাড়াও আরও ১১টি অক্সিজেন এক্সপ্রেস ৫০টি ট্যাঙ্কারে ৮৬৫ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন নিয়ে সুনির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ।
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং তেলেঙ্গানা – প্রতিটি রাজ্যে ১০০০ মেট্রিক টন করে তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে । রাজ্যগুলির অনুরোধের ভিত্তিতে ভারতীয় রেল দ্রুততার সঙ্গে তরল অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য সবরকম প্রয়াস চালাচ্ছে ।
এপর্যন্ত মহারাষ্ট্রে ৬১৪ মেট্রিক টন, উত্তরপ্রদেশে ৩,৭৩১ মেট্রিক টন, মধ্যপ্রদেশে ৬৫৬ মেট্রিক টন, দিল্লিতে ৫,১৮৫ মেট্রিক টন, হরিয়ানায় ১,৯৬৭ মেট্রিক টন, রাজস্থানে ৯৮ মেট্রিক টন, কর্নাটকে ১,৭৭৩ মেট্রিক টন, উত্তরাখণ্ডে ৩২০ মেট্রিক টন, তামিলনাড়ুতে ১,৫৫৪ মেট্রিক টন, অন্ধ্রপ্রদেশে ১,২৬৮ মেট্রিক টন, পাঞ্জাবে ২২৫ মেট্রিক টন, কেরালায় ৩৮০ মেট্রিক টন, তেলেঙ্গানায় ১,৪৩২ মেট্রিক টন, ঝাড়খণ্ডে ৩৮ মেট্রিক টন এবং অসমে ১৬০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে ।
দেশের এই সঙ্কটে ভারতীয় রেল পশ্চিমের হাপা, বরদা, মুন্ড্রা, পূর্বের রাউরকেলা, দুর্গাপুর, টাটানগর, অঙুলের মতো জায়গা থেকে অক্সিজেন সংগ্রহ করে তা উত্তরাখণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ এবং অসমে পৌঁছে দিয়েছে । অক্সিজেন এক্সপ্রেসের গতি বৃদ্ধি করা হয়েছে । এমনকি কোন কোন ক্ষেত্রে গ্রিন করিডর করে সুনির্দিষ্ট গন্তব্যস্থলে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে গেছে । এই সঙ্কটময় পরিস্থিতিতে ২৪ ঘন্টাই কাজ করে চলেছে ভারতীয় রেল ।

CG/SS/RAB



(Release ID: 1722536) Visitor Counter : 184


Read this release in: English