স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ত্রাণ সম্পর্কে সর্বশেষ তথ্য

Posted On: 28 MAY 2021 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ মে, ২০২১

ভারত সরকার আন্তর্জাতিক সহযোগিতা হিসেবে গত ২৭ এপ্রিল,২০২১ থেকে বিভিন্ন দেশের মাধ্যমে কোভিড সংক্রান্ত ত্রাণ সামগ্রী গ্রহণ করেছে। এইসব চিকিৎসা সংক্রান্ত ত্রাণ সামগ্রী দ্রুত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ১৮,০১৬ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ১৯,০৮৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১৯ টি অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট, ১৫,২০৬ টি ভেন্টিলেটর/ বাই প্যাপ ছাড়াও, ২৬ মে পর্যন্ত ৭.৭ লক্ষ রেমডিসিভির এবং ১২ লক্ষ ফেভিপিরাভির ট্যাবলেট পাওয়া গেছে।
চিকিৎসা সংক্রান্ত অধিকাংশ সামগ্রী পাওয়া গেছে ২৬ ও ২৭ মে, কানাডা,জার্মানি এবং বাহারিন থেকে। স্বাস্থ্য মন্ত্রকের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি এ বিষয়ে তদারকির কাজ চালাচ্ছে।

CG/SB

 


(Release ID: 1722490) Visitor Counter : 210
Read this release in: English