যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ঘূর্ণিঝড় ইয়াস : টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রভাব ঝড়ের সতর্কবার্তায় টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ব্যবহার

Posted On: 26 MAY 2021 8:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ মে, ২০২১

টেলিযোগাযোগ বিভাগের কমন অ্যালার্ট প্রটোকল, সিএপি, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধপ্রদেশের রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ ২৪ ও ২৫ মে ঘূর্ণি ঝড়ের সতর্কবার্তা প্রচারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে। স্থানীয় ভাষা ব্যবহার করে এলাকার বাসিন্দাদের সাবধান করে মোট ৬ কোটিরও বেশি এসএমএস বার্তা প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ৩.৮৭ কোটি বার্তা পশ্চিমবঙ্গ, ২.৪৩ কোটি বার্তা ওড়িশা এবং ৩৬.৪ লক্ষ বার্তা অন্ধপ্রদেশের তরফ থেকে প্রচার করা হয়েছে। এর পাশাপাশি এই প্রথম টেলিযোগাযোগ বিভাগ মারফত ভয়েস এলার্ট মেসেজ প্রেরণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় প্রভাবিত জেলাগুলির মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম। ওড়িশার জেলাগুলির মধ্যে রয়েছে বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর, কেন্দাপাড়া, জাজপুর, কেওঁনঝার এবং ময়ূরভঞ্জ।
টেলি যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে বিএসএনএল-এর পদস্থ আধিকারিকদের এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে।

CG/ SB


(Release ID: 1722027) Visitor Counter : 220


Read this release in: English