রেলমন্ত্রক
কোভিডের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভারতীয় রেল পণ্য পরিবহণের ক্ষেত্রে দুই অঙ্কের বৃদ্ধি বজায় রেখেছে
Posted On:
26 MAY 2021 7:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ মে, ২০২১
কোভিডের বিরুদ্ধে লড়াই জারি রেখে ভারতীয় রেল পণ্য পরিবহণের ক্ষেত্রে দুই অঙ্কের বৃদ্ধি ধরে রেখেছে। চলতি বছরের মে মাসে পণ্য ওঠা-নামানোর ক্ষেত্রে ভারতীয় রেলের উপার্যন বেড়েছে । ২০১৯-২০ অর্থ বর্ষের তুলনায় চলতি অর্থ বর্ষে ভারতীয় রেলে পণ্য পরিবহণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বর্ষে ভারতীয় রেলে ১৮৪.৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছিল। ২০২১-২২ অর্থ বর্ষে ২০৩.৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল। একইভাবে ২০১৯ সালে মে মাসে স্বাভাবিক পরিস্থিতিতে ৮৩.৮৪ পণ্য পরিবহণ করেছিল রেল। ২০২০-তে মে মাসে কোভিড পরিস্থিতির মধ্যে ৬৪.৬১ মিলিয়ন টন পণ্য পরিবহণ করা হয়েছিল। এবছর মে মাসে তা আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ভারতীয় রেল ৯২.২৯ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে।
চলতি বছরের মে মাসে ভারতীয় রেল ৯৭.০৬ মিলিয়ন টন কয়লা, ২৭.১৪ মিলিয়ন টন লৌহ আকরিক, ৭.৮৯ মিলিয়ন টন খাদ্য শস্য, ৫.৩৪ মিলিয়ন টন সার, ৬.০৯ মলিয়ন টন খনিজ তেল এবং ১১.১১ মিলিয়ন টন সিমেন্ট পরিবহণ করেছে। এর ফলে চলতি মাসে ভারতীয় রেলের ৯২৭৮.৯৫ কোটি টাকা আয় হয়েছে। রেল পথে পণ্য পরিবহণকে আকর্ষণীয় করে তুলতে ভারতীয় রেল একাধিক ছাড় ও সুবিধার ব্যবস্থাও করেছে। পাশাপাশি মালবাহী গাড়ির যাত্রা পথের গতি গত ১৮ মাসে দ্বিগুণ করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় রেল কর্মদক্ষতা উন্নয়নে একাধিক প্রয়াস চালিয়েছে।
CG/SS/SKD
(Release ID: 1721956)
Visitor Counter : 192