সারওরসায়নমন্ত্রক
রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য অ্যাম্ফোটেরিসিন-বির আরো ২৯,২৫০টি ভয়েল বরাদ্দ
২৪শে মে ১৯,৪২০টি অ্যাম্ফোটেরিসিন-বির ভয়েল বরাদ্দ করা হয়েছে
Posted On:
26 MAY 2021 7:34PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৬শে মে, ২০২১
কেন্দ্রীয় সার ও রসায়নমন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য আজ মিউকোরমাইকোসিসের চিকিৎসায় ব্যবহৃত অ্যাম্ফোটেরিসিন-বির আরো ২৯,২৫০টি ভয়েল বরাদ্দর কথা ঘোষণা করেছেন।
এর আগে ২৪শে মে অ্যাম্ফোটেরিসিন-বির আরো ১৯,৪২০টি ভয়েল বরাদ্দর কথা ঘোষণা করা হয়। ২১শে মে অ্যাম্ফোটেরিসিন-বির ২৩,৬৮০টি ভয়েল দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয়েছিল।
CG/CB
(Release ID: 1721952)
Visitor Counter : 221