উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপ রাষ্ট্রপতির
प्रविष्टि तिथि:
25 MAY 2021 7:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মে, ২০২১
বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। এক বার্তায় উপ রাষ্ট্রপতি বলেছেন –
“আমি ভগবান বুদ্ধের জন্মদিন উপলক্ষে ‘বুদ্ধ পূর্ণিমা’র শুভ অনুষ্ঠানে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ভগবান বুদ্ধ এই পৃথিবীর অন্যতম মহান আধ্যাত্মিক গুরু ছিলেন। ভগবান বুদ্ধের শান্তি, ভ্রাতৃত্ব এবং সহানুভূতির চিরন্তন বার্তা সমগ্র বিশ্বের মানুষকে নৈতিক মূল্যবোধ ও সন্তুষ্টির ভিত্তিতে জীবনযাপনের অনুপ্রেরণা জুগিয়েছে।
আমাদের দেশে উৎসবগুলি হলো পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা ও উদযাপন করার এক বিশেষ মুহূর্ত। তবে, কোভিড-১৯ অতিমারির বিষয়ের কথা মাথায় রেখে এবার নাগরিকদের এই উৎসব তাদের বাড়ির ভেতরে উদযাপন করা এবং কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
আসুন এই আনন্দের উৎসবে আমরা সকলেই ভগবান বুদ্ধের দেখানো সহানুভূতি ও সহনশীলতার পথে নিজেদের যুক্ত করি।”
CG/SS/SKD
(रिलीज़ आईडी: 1721701)
आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English